মঙ্গলবার, এপ্রিল ২২, ২০১৪

ধানমন্ডি মাঠে নির্মাণ বন্ধ করতে রিট


২২ এপ্রিল ২০১৪ ধানমন্ডি মাঠের নির্মাণাধীন অবকাঠামো অপসারণ এবং চলমান নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে ধানমন্ডি মাঠে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতেরও নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন স্থপতি মোবাশ্বের হোসেনসহ ৬ জন। রিট আবেদনকারীর আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার সারা হোসেন। উল্লেখ্য ২০১১ সালের ১৫ই মার্চ হাইকোর্ট এক রায়ে ধানমন্ডি মাঠের অবৈধ স্থাপনা সরিয়ে ১৫ দিনের মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিতে আদেশ দেন। রায় না মানায় ২০১৩ সালের ২৭শে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় অবমাননার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে। তার পরও সম্প্রতি মাঠে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। মাঠটি এখন ধানমন্ডি শেখ জামাল ক্লাবের নিয়ন্ত্রণে। মাঠ দখলমুক্ত করতে আন্দোলন করছে পরিবেশবাদী সংগঠনগুলো। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছে উভয় পক্ষ।