২২ এপ্রিল ২০১৪
কক্সবাজারের রামুতে ২৭ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ সকালে রামু উপজেলার মরিচ্যা যৌথ পোস্টে তুশি নিশু ট্যুরিষ্ট বাস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সোহান, মো. এফজুল, দ্বীনে ইসলাম, কাইসার, শাহীন, বেল্লাল হোসেন, মোমেন, সাইফউদ্দিন, তাজুল ইসলাম, গফুর মিয়া, আরফান। এদের বাড়ি ঢাকা, সিলেট, হবিগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলার মানুষ রয়েছে বলে জানা গেছে। ১৭ বিজিবি’র নায়েব সুবেদার ফজলুল হক জানান, আনন্দ ভ্রমণের নাম করে জয় ট্যুরিজমের মালিক মোঃ নুর নামে এক ব্যক্তি ট্যুরিষ্ট বাস তুশি নিশুতে করে আটককৃত ব্যক্তিদেরকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কলাতলি থেকে টেকনাফ নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারের রামুতে ২৭ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ সকালে রামু উপজেলার মরিচ্যা যৌথ পোস্টে তুশি নিশু ট্যুরিষ্ট বাস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সোহান, মো. এফজুল, দ্বীনে ইসলাম, কাইসার, শাহীন, বেল্লাল হোসেন, মোমেন, সাইফউদ্দিন, তাজুল ইসলাম, গফুর মিয়া, আরফান। এদের বাড়ি ঢাকা, সিলেট, হবিগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলার মানুষ রয়েছে বলে জানা গেছে। ১৭ বিজিবি’র নায়েব সুবেদার ফজলুল হক জানান, আনন্দ ভ্রমণের নাম করে জয় ট্যুরিজমের মালিক মোঃ নুর নামে এক ব্যক্তি ট্যুরিষ্ট বাস তুশি নিশুতে করে আটককৃত ব্যক্তিদেরকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কলাতলি থেকে টেকনাফ নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।