রবিবার, জুলাই ০৬, ২০১৪

‘প্লে-বয়’ মডেল এমিলি স্কটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শেন ওয়ার্ন



যেমন তিনি খেলায় ছিলেন সফল, তেমনি বির্তকের জন্ম দিতেও তার জুড়ি নেই। অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেট তারকা শেন ওয়ার্নের জন্য এই কথা বলা যেতেই পারে।
লিজ হার্লির পর খুব বেশি দিন শূন্যতা কাটাতে হয়নি শেন ওয়ার্নকে। ইতিমধ্যেই নতুন সঙ্গিনীর খোঁজ পেয়ে গেছেন কিংবদন্তি লেগ-স্পিনার। লিজের মতো নামী কেউ না-হলেও এই মুহূর্তে প্লে-বয়মডেল এমিলি স্কটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৪৪ বছর বয়সী সাবেক অসি ক্রিকেটার।
এমসিসি-র দুশো বছরের পূর্তিতে প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে লন্ডন আছেন ওয়ার্ন। সেখানেই এমিলির সঙ্গে একান্তে দেখা গেছে এক সময়ের বিশ্ব কাঁপানো লেগ-স্পিনারকে । শুধু তাই নয়, প্যারিসেও দুজনে একসঙ্গে ছুটি কাটিয়েছেন বলে জানা গেছে।
যদিও দুজনের কেউ তাদের এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু, ওয়ার্ন-এমিলির গোপন চুম্বনের ভিডিও প্রকাশ্যে আসার পর অবশ্য বন্ধুত্বের নাম দিয়ে তাদের সম্পর্কের কথা স্বীকার নিয়েছেন সাবেক অসি তারকা।