আবারও একসঙ্গে চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন শাকিব খান ও
জয়া আহসান। গত ঈদে মুক্তি পায় ফ্রেন্ডস মুভিজের ব্যানারে এ জুটির প্রথম
ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায়।
ব্যবসায়িক সাফল্যের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান এবার ‘পূর্ণদৈর্ঘ্য
প্রেমকাহিনী’ ছবির সিক্যুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ নির্মাণ করবেন।
সমপ্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব ও জয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে।
তারা দু’জনই ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবিতে অভিনয়ের ব্যাপারে আগ্রহ
প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে ঈদের পরই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা
রয়েছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবিটি পরিচালনা করবেন সাফি উদ্দিন
সাফি। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। শাকিব
খান বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবিতে প্রথমটির সঙ্গে এবার কিছুটা
মিল থাকলেও ভিন্নতা থাকবে। তবে দর্শকদের জন্য এ ছবিতে চমক থাকবে। আশা করছি
প্রথমটির মতো এ ছবির গানগুলো বেশ জনপ্রিয় হবে। জয়া বলেন, ভাল কিছু হওয়ার
লক্ষ্যেই আবারও একত্রিত হয়েছি আমরা। আশা আছে অনেক কিছুই। উল্লেখ্য, সাফি
উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে অভিনয় করেছিলেন
শাকিব, জয়া ও আরেফিন শুভ। ছবিটির গল্পে নতুনত্বের পাশাপাশি গানগুলো বেশ
জনপ্রিয় হয়।