'শাহীদ’
এর সিরিয়াস
অভিনেতা রাজকুমার
রাও’কে
তাঁর ভক্তরা
এবার দেখতে
পাবেন সম্পূর্ণ
ভিন্ন চেহারায়।
আরবাজ খানের
পরিচালনায় নতুন
ছবি ‘ডলি
কি ডোলি’
সিনেমাতে আরবাজ
পত্নী মালাইকা
আরোরা একটি
আইটেম নাম্বারে
কাজ করবেন
সেটা বেশ
অনেকদিন আগে
জানা গিয়েছিল।
কিন্তু চমক
হল রাজকুমার
রাও’কে
মালাইকার সঙ্গে
এই আইটেম
ডান্সে দেখা
যাবে।
বিশ্বস্ত
সূত্রের মাধ্যামে
প্রাপ্ত তথ্য
থেকে বলা
যায় রাজকুমার
রাও প্রথমে
এই ছবিটিতে
আইটেম নাম্বার
নাচার কথা
শুনে না
করে দিয়েছিলেন,
কারণ তিনি
একেবারেই ভাল
নাচতে পারেন
না। কিন্তু
আরবাজ খান
তাকে রাজি
করান এবং
রাজকুমার মালাইকা
আরোরা’র
সঙ্গে ‘ডলি
কি ডোলি’র
আইটেম নাম্বারের
শ্যুটিং শেষ
করলেন।
আরবাজ
খান টুইটারে
জানিয়েছেন যে,"রাজকুমার
বেশ ভালোভাবে
মালাইকার সঙ্গে
স্টেপ মিলিয়ে
আইটেম নাম্বারটায়
কাজ করেছে।"
রাজকুমার
নিজেও এই
কাজটি করে
খুব উত্তেজিত,
তিনি জানিয়েছেন,"আমি
প্রথমে খুব
নার্ভাস হয়ে
গিয়েছিলাম কিন্তু
শেষপর্যন্ত আইটেম
নাম্বারটি’তে
কাজ করে
বেশ অন্যরকম
লাগছে।"
তবে
এবার ‘সিটি
লাইফে’র
এই হিরোর
সমস্ত ভক্তরা
তৈরি থাকুন
আপনাদের হিরো’কে
নতুন রূপে
দেখার জন্য।
এই সিনেমাটিতে
সোনম কাপুর,
পুলকিত সম্রাট,
বরুন শর্মা
প্রমুখ অভিনয়
করছেন।