যৌনতাকে নির্ভর সিনেমা উতরে যাওয়াটা বলিউডে নতুন নয় ঠিকই কিন্তু ২০১৪ তে এসেও সেই একই ফর্মুলায় বক্স অফিসে বাজিমাত করাটা বেশ তাত্পর্যের। কারণ বলিউডে বক্স অফিসে সাফল্য পাওয়ার বিষয়টা দশ বছরের মধ্যে অনেকটাই পাল্টেছে। মাল্টিপ্লেক্স কালচার, নতুন মুখ, সোশ্যাল মিডিয়া, ইউ টিউবে আসার পর বলিউডে অনেক কিছুই পাল্টেছে। পাল্টে যায়নি শুধু যৌনতা নির্ভর সিনেমার সাফল্য। তাই সানি লিওনের 'রাগিনী এমএমএস টু' বক্স অফিসে চলতি বছরের অন্যতম সেরা সফল ছবি।
রবিবার, জুলাই ২০, ২০১৪
হেট স্টোরি টু বক্স অফিসে সফল
যৌনতাকে নির্ভর সিনেমা উতরে যাওয়াটা বলিউডে নতুন নয় ঠিকই কিন্তু ২০১৪ তে এসেও সেই একই ফর্মুলায় বক্স অফিসে বাজিমাত করাটা বেশ তাত্পর্যের। কারণ বলিউডে বক্স অফিসে সাফল্য পাওয়ার বিষয়টা দশ বছরের মধ্যে অনেকটাই পাল্টেছে। মাল্টিপ্লেক্স কালচার, নতুন মুখ, সোশ্যাল মিডিয়া, ইউ টিউবে আসার পর বলিউডে অনেক কিছুই পাল্টেছে। পাল্টে যায়নি শুধু যৌনতা নির্ভর সিনেমার সাফল্য। তাই সানি লিওনের 'রাগিনী এমএমএস টু' বক্স অফিসে চলতি বছরের অন্যতম সেরা সফল ছবি।