গত মাসে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন বলিউডের
সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। এই উৎসবের বিশেষ অতিথি হিসেবে
তাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধন করার মতো
সম্মানও সেখানে দেয়া হয় তাকে। তাই কানের সেই সুখকর স্মৃতি সঙ্গে নিয়ে
বেশ ফুরফুরে মেজাজে এখন রয়েছেন মল্লিকা। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার
করছেন বেশ কিছু ছবির কাজ নিয়ে। তবে তার মধ্যে এখন তিনি শুটিং করছেন
প্রিয়দর্শন পরিচালিত নাম না ঠিক হওয়া একটি ছবিতে। এ ছবিতে দ্বৈত চরিত্রে
দেখা যাবে মল্লিকাকে। তবে নতুন খবর হলো, এ ছবিতে দীর্ঘদিন পর নতুন একটি
আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে তাকে।
আর এই
আইটেম গানে অনেকটা অর্ধনগ্ন হয়েই পারফর্ম করেছেন তিনি। গানটির একটি দৃশ্যে
তাকে শুধু তোয়ালে পরা অবস্থায় বাথটাবে দেখা যাবে। এরই মধ্যে এ গানটির
দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও কোরিওগ্রাফি
করেছেন গনেশ আচার্য। রোমান্টিক-কমেডিনির্ভর এ ছবিতে মল্লিকা অভিনয় করছেন
রিতেশ দেশমুখের বিপরীতে। এদিকে মল্লিকার করা আইটেম গানটি দিয়েই ছবির
প্রচারণা শুরু হবে। ছবিটি মুক্তির কথা রয়েছে সেপ্টেম্বরে। খুব শিগগিরই এই
আইটেম গানটির একটি প্রমো অনএয়ার শুরু হবে চ্যানেলগুলোতে।
সেখানেই
দর্শকরা দেখতে পাবেন অর্ধনগ্ন মল্লিকাকে। তবে এ গান ও ছবিটি নিয়ে বেশ
এক্সাইটেড এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, কান উৎসবে অংশ নেয়ার পরপরই
দেশে ফিরে এ ছবিটির কাজ শুরু করেছি। প্রিয়দর্শনের ছবিতে আমি আগেও কাজ
করেছি। তবে এবারের ছবির কাহিনী অনেক ভিন্নধর্মী। অনেক কমেডি, রোমান্স থাকবে
এখানে। আর ছবির জন্য একটি আইটেম গানের কাজ করেছি। এখানে আবেদনময়ী রূপেই
দেখা যাবে আমাকে। আশা করছি ভাল লাগবে সবার।