কলম্বিয়ার অঙ্ক
* বিশ্বসেরা ক্রিস্তিয়ানো রোনালদো বাড়ি ফিরে গেছেন আগেই। মহাতারকার সৌরভ ছড়িয়ে বিশ্বকাপে আসা লিওনেল মেসি কিংবা নেইমারের চেয়ে গোলসংখ্যায় এগিয়ে হামেস রোদ্রিগেস আজও কলম্বিয়ার তুরুপের তাস।
* ব্রাজিল যাঁর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে সেই নেইমারের শতভাগ ফিটনেস নিয়ে সংশয় আছে।
* কখনো কখনো কেউ কেউ প্রতিপক্ষ দলের জন্য আশীর্বাদ! যেমন- ব্রাজিল আক্রমণভাবে ফ্রেদ এবং জো-কে সামলানো কলম্বিয়ান ডিফেন্ডারদের জন্য ডাল-ভাতই হওয়ার কথা।
* প্রচণ্ড চাপে আছে ব্রাজিল। প্রতিটি ম্যাচেই সে চাপ দৃশ্যমান। কোয়ার্টার ফাইনালে সেটি ভয়াবহ রূপ নেওয়ার কথা।
* লুই গুস্তাভো খেলতে পারছেন না আজ। কার্ড জটিলতার কারণে মাঝমাঠে তাঁর অনুপস্থিতি জটিলতর সমস্যায় ফেলে দিতে পারে ব্রাজিলকে।
ব্রাজিলের সমাধান
* রোদ্রিগেসের দিন শেষ, বলে দিয়েছেন নেইমার। তাঁর এ আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ব্রাজিলের রক্ষণ প্রাচীর। গোলে জুলিয়ো সেজার আর তাঁর সামনেই থিয়াগো সিলভা, দাভিদ লুইজ, আলভেস ও মার্সেলোর দেয়াল শক্তই।
* নেইমার ফিট এবং গোলের জন্য মুখিয়ে।
* ফ্রেদের ওপর কোচের প্রবল আস্থা। যতই সমালোচনা হোক, লুই ফেলিপে স্কলারি মনে করেন যথাসময়ে কাজটা ঠিকই করে দেবেন ফ্রেদ। এরই মধ্যে একটি গোলও করেছেন, কে জানে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হয়তো আজকের দিনটিকেই বেছে নেবেন ফ্রেদ!
* চাপ কাটাতে মনোবিদের সহায়তা নিয়েছে ব্রাজিল। তবে যারা প্রত্যাশার বোঝা চাপিয়ে দিচ্ছে আজ গ্যালারিতে, সেই দর্শকরাই কিন্তু ব্রাজিলের জন্য সমুদ্রের মতো গর্জাবে!
* গুস্তাভো নেই কিন্তু অভিজ্ঞতা আছে, আছে বড় দলের ভাগ্যও।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tirthe-worldcup/2014/07/04/103217#sthash.VL5PRhmS.dpuf
* বিশ্বসেরা ক্রিস্তিয়ানো রোনালদো বাড়ি ফিরে গেছেন আগেই। মহাতারকার সৌরভ ছড়িয়ে বিশ্বকাপে আসা লিওনেল মেসি কিংবা নেইমারের চেয়ে গোলসংখ্যায় এগিয়ে হামেস রোদ্রিগেস আজও কলম্বিয়ার তুরুপের তাস।
* ব্রাজিল যাঁর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে সেই নেইমারের শতভাগ ফিটনেস নিয়ে সংশয় আছে।
* কখনো কখনো কেউ কেউ প্রতিপক্ষ দলের জন্য আশীর্বাদ! যেমন- ব্রাজিল আক্রমণভাবে ফ্রেদ এবং জো-কে সামলানো কলম্বিয়ান ডিফেন্ডারদের জন্য ডাল-ভাতই হওয়ার কথা।
* প্রচণ্ড চাপে আছে ব্রাজিল। প্রতিটি ম্যাচেই সে চাপ দৃশ্যমান। কোয়ার্টার ফাইনালে সেটি ভয়াবহ রূপ নেওয়ার কথা।
* লুই গুস্তাভো খেলতে পারছেন না আজ। কার্ড জটিলতার কারণে মাঝমাঠে তাঁর অনুপস্থিতি জটিলতর সমস্যায় ফেলে দিতে পারে ব্রাজিলকে।
ব্রাজিলের সমাধান
* রোদ্রিগেসের দিন শেষ, বলে দিয়েছেন নেইমার। তাঁর এ আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ব্রাজিলের রক্ষণ প্রাচীর। গোলে জুলিয়ো সেজার আর তাঁর সামনেই থিয়াগো সিলভা, দাভিদ লুইজ, আলভেস ও মার্সেলোর দেয়াল শক্তই।
* নেইমার ফিট এবং গোলের জন্য মুখিয়ে।
* ফ্রেদের ওপর কোচের প্রবল আস্থা। যতই সমালোচনা হোক, লুই ফেলিপে স্কলারি মনে করেন যথাসময়ে কাজটা ঠিকই করে দেবেন ফ্রেদ। এরই মধ্যে একটি গোলও করেছেন, কে জানে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হয়তো আজকের দিনটিকেই বেছে নেবেন ফ্রেদ!
* চাপ কাটাতে মনোবিদের সহায়তা নিয়েছে ব্রাজিল। তবে যারা প্রত্যাশার বোঝা চাপিয়ে দিচ্ছে আজ গ্যালারিতে, সেই দর্শকরাই কিন্তু ব্রাজিলের জন্য সমুদ্রের মতো গর্জাবে!
* গুস্তাভো নেই কিন্তু অভিজ্ঞতা আছে, আছে বড় দলের ভাগ্যও।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tirthe-worldcup/2014/07/04/103217#sthash.VL5PRhmS.dpuf
কলম্বিয়ার অঙ্ক
* বিশ্বসেরা ক্রিস্তিয়ানো রোনালদো বাড়ি ফিরে গেছেন আগেই। মহাতারকার সৌরভ ছড়িয়ে বিশ্বকাপে আসা লিওনেল মেসি কিংবা নেইমারের চেয়ে গোলসংখ্যায় এগিয়ে হামেস রোদ্রিগেস আজও কলম্বিয়ার তুরুপের তাস।
* ব্রাজিল যাঁর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে সেই নেইমারের শতভাগ ফিটনেস নিয়ে সংশয় আছে।
* কখনো কখনো কেউ কেউ প্রতিপক্ষ দলের জন্য আশীর্বাদ! যেমন- ব্রাজিল আক্রমণভাবে ফ্রেদ এবং জো-কে সামলানো কলম্বিয়ান ডিফেন্ডারদের জন্য ডাল-ভাতই হওয়ার কথা।
* প্রচণ্ড চাপে আছে ব্রাজিল। প্রতিটি ম্যাচেই সে চাপ দৃশ্যমান। কোয়ার্টার ফাইনালে সেটি ভয়াবহ রূপ নেওয়ার কথা।
* লুই গুস্তাভো খেলতে পারছেন না আজ। কার্ড জটিলতার কারণে মাঝমাঠে তাঁর অনুপস্থিতি জটিলতর সমস্যায় ফেলে দিতে পারে ব্রাজিলকে।
ব্রাজিলের সমাধান
* রোদ্রিগেসের দিন শেষ, বলে দিয়েছেন নেইমার। তাঁর এ আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ব্রাজিলের রক্ষণ প্রাচীর। গোলে জুলিয়ো সেজার আর তাঁর সামনেই থিয়াগো সিলভা, দাভিদ লুইজ, আলভেস ও মার্সেলোর দেয়াল শক্তই।
* নেইমার ফিট এবং গোলের জন্য মুখিয়ে।
* ফ্রেদের ওপর কোচের প্রবল আস্থা। যতই সমালোচনা হোক, লুই ফেলিপে স্কলারি মনে করেন যথাসময়ে কাজটা ঠিকই করে দেবেন ফ্রেদ। এরই মধ্যে একটি গোলও করেছেন, কে জানে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হয়তো আজকের দিনটিকেই বেছে নেবেন ফ্রেদ!
* চাপ কাটাতে মনোবিদের সহায়তা নিয়েছে ব্রাজিল। তবে যারা প্রত্যাশার বোঝা চাপিয়ে দিচ্ছে আজ গ্যালারিতে, সেই দর্শকরাই কিন্তু ব্রাজিলের জন্য সমুদ্রের মতো গর্জাবে!
* গুস্তাভো নেই কিন্তু অভিজ্ঞতা আছে, আছে বড় দলের ভাগ্যও।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tirthe-worldcup/2014/07/04/103217#sthash.VL5PRhmS.dpuf
* বিশ্বসেরা ক্রিস্তিয়ানো রোনালদো বাড়ি ফিরে গেছেন আগেই। মহাতারকার সৌরভ ছড়িয়ে বিশ্বকাপে আসা লিওনেল মেসি কিংবা নেইমারের চেয়ে গোলসংখ্যায় এগিয়ে হামেস রোদ্রিগেস আজও কলম্বিয়ার তুরুপের তাস।
* ব্রাজিল যাঁর ওপর সবচেয়ে বেশি নির্ভর করে সেই নেইমারের শতভাগ ফিটনেস নিয়ে সংশয় আছে।
* কখনো কখনো কেউ কেউ প্রতিপক্ষ দলের জন্য আশীর্বাদ! যেমন- ব্রাজিল আক্রমণভাবে ফ্রেদ এবং জো-কে সামলানো কলম্বিয়ান ডিফেন্ডারদের জন্য ডাল-ভাতই হওয়ার কথা।
* প্রচণ্ড চাপে আছে ব্রাজিল। প্রতিটি ম্যাচেই সে চাপ দৃশ্যমান। কোয়ার্টার ফাইনালে সেটি ভয়াবহ রূপ নেওয়ার কথা।
* লুই গুস্তাভো খেলতে পারছেন না আজ। কার্ড জটিলতার কারণে মাঝমাঠে তাঁর অনুপস্থিতি জটিলতর সমস্যায় ফেলে দিতে পারে ব্রাজিলকে।
ব্রাজিলের সমাধান
* রোদ্রিগেসের দিন শেষ, বলে দিয়েছেন নেইমার। তাঁর এ আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ব্রাজিলের রক্ষণ প্রাচীর। গোলে জুলিয়ো সেজার আর তাঁর সামনেই থিয়াগো সিলভা, দাভিদ লুইজ, আলভেস ও মার্সেলোর দেয়াল শক্তই।
* নেইমার ফিট এবং গোলের জন্য মুখিয়ে।
* ফ্রেদের ওপর কোচের প্রবল আস্থা। যতই সমালোচনা হোক, লুই ফেলিপে স্কলারি মনে করেন যথাসময়ে কাজটা ঠিকই করে দেবেন ফ্রেদ। এরই মধ্যে একটি গোলও করেছেন, কে জানে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হয়তো আজকের দিনটিকেই বেছে নেবেন ফ্রেদ!
* চাপ কাটাতে মনোবিদের সহায়তা নিয়েছে ব্রাজিল। তবে যারা প্রত্যাশার বোঝা চাপিয়ে দিচ্ছে আজ গ্যালারিতে, সেই দর্শকরাই কিন্তু ব্রাজিলের জন্য সমুদ্রের মতো গর্জাবে!
* গুস্তাভো নেই কিন্তু অভিজ্ঞতা আছে, আছে বড় দলের ভাগ্যও।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tirthe-worldcup/2014/07/04/103217#sthash.VL5PRhmS.dpuf