শারীরিক
উচ্চতা নিয়ে
অনেকেরই শঙ্কা
থাকে। অনেক
পুরুষই তাদের
উচ্চতা কম
বলে দুঃখ
করেন। কিন্তু
বাস্তবে অন্যদের
তুলনায় কম
উচ্চতার পুরুষরা
যৌনতায় পারদর্শী
বলে এক
গবেষণায় জানা
গেছে। এক
প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে হিন্দুস্তান
টাইমস। গবেষণায়
দেখা গেছে,
যেসব পুরুষ
উচ্চতায় কিছুটা
কম তারা
যৌনতা উপভোগে
লম্বা পুরুষদের
তুলনায় বেশি
পারদর্শী। বিশেষ
করে পাঁচ
ফুট ৯
ইঞ্চি কিংবা
তার চেয়ে
কম উচ্চতার
পুরুষদের ক্ষেত্রে
এ বিষয়টি
বেশি প্রযোজ্য
বলেই গবেষণায়
উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন,
‘পুরুষের যৌন
কার্যক্রমের মাত্রা
ও বৈশিষ্ট্যের
ওপর ভিত্তি
করে উচ্চতা,
ওজন, স্বাস্থ্যগত
বিষয় বিবেচনা
করে বিষয়টি
তুলনা করা
হয়েছে।’ তারা
জানিয়েছেন এতে
দেখা গেছে,
‘আশ্চর্যজনকভাবে পাঁচ
ফুট ৯
ইঞ্চির চেয়ে
কম লম্বা
পুরুষরা যৌনতার
দিক দিয়ে
অন্যদের তুলনায়
পারদর্শী।’ গবেষণায়
২০ থেকে
৫৪ বছর
বয়সী ৫৩১
জন পুরুষকে
অন্তর্ভুক্ত করা
হয়। আর
গবেষণার ফলাফল
প্রকাশিত হয়েছে
ডিসকভার ম্যাগাজিনে।