বলিউডে বেশ ভালভাবেই নিজের জায়গা ইতিমধ্যে গড়ে নিয়েছেন এক সময়ের
সাড়া জাগানো পর্নো তারকা সানি লিওন। ‘জিসম-২’-এর পর এরই মধ্যে তার
‘রাগিনি এমএমএস ২’ ছবিটি মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, ছবিটি বেশ ভাল
ব্যবসাও করেছে। পর পর দুটি ছবিতে সফলতা পাওয়া সানির চাহিদাও তাই বলিউডে
এখন আকাশচুম্বি। তবে শুধুমাত্র শরীর প্রদর্শন নির্ভর চরিত্রে কাজ না করতেও
সানিকে অনেকে দিকনির্দেশনা দিয়েছেন। এদিকে ‘রাগিনি এমএমএস-২’-এর কিছু
দৃশ্য পর্নো ছবির সঙ্গেও তুলনা করা চলে।
এই
দৃশ্যগুলো খুব সাবলীলভাবেই করেছেন সানি। আর নতুন খবর হচ্ছে, সানি লিওন এবার
আসছেন তার নতুন ছবি নিয়ে। এরই মধ্যে প্রিয়দর্শনের নতুন একটি ছবিতে
চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে কমেডি চরিত্রে দেখা যাবে সানিকে। কিছু
দৃশ্যে নগ্নভাবেও উপস্থাপিত হবেন তিনি। জানা গেছে, এ ছবিতে অভিনয়ের জন্য
এরই মধ্যে কমেডি শিখছেন সানি। হিন্দি ভাষাও আরও ভালভাবে রপ্ত করছেন।
জনপ্রিয় কমেডি শোগুলো দেখছেন। ছবির স্ক্রিপ্ট পরিচালক সানির হাতে তুলে
দিয়েছেন এরই মধ্যে। সেই অনুযায়ী রিহার্সেলেও অংশ নিচ্ছেন সানি। সব
মিলিয়ে প্রথমবারের মতো কমেডি চরিত্রে কাজ করতে যাওয়ায় বেশ উপভোগ করছেন
তিনি সবকিছু। এদিকে কমেডি চরিত্র হলেও তার আবেদনময়ী রূপ থেকে কিন্তু
বঞ্চিত হচ্ছেন না দর্শক। বেশ কিছু গানে ব্যাপক খোলামেলা সানিকেই পাওয়া
যাবে।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে সানি লিওন বলেন,
আমার প্রথম দুটি ছবিতে পুরোপুরি আবেদনময়ী চরিত্রে কাজ করেছি। এবার কমেডি
চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। অনেক ভাল লাগছে। বিশেষ করে কমেডি শেখাটা আমি
উপভোগ করছি। কঠিনই মনে হচ্ছে। তবে ধীরে ধীরে হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।
আশা করছি ছবিটি ভালভাবে শেষ করতে পারবো।