৫ই জানুয়ারির নির্বাচন ‘সন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ’-মার্সিয়া
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে গত ৫ই জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ‘সন্দেহাতীতভাবেই ত্রুটিপূর্ণ’ ছিল। মার্সিয়া বলেন, তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হলে, বাংলাদেশে ওয়াশিংটনের নীতি নিয়ে অগ্রসর হবেন তিনি। গতকাল ওয়াশিংটনের সিনেট ফরেইন রিলেশন্স কমিটির কাছে বাংলাদেশ বিষয়ে তার বিবৃতি পেশ করেন ভাবী মার্কিন রাষ্ট্রদূত। এতে তিনি বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উচিত ‘অবিলম্বে একটি গঠনমূলক সংলাপে বসা’, যা অধিকতর জনপ্রতিনিধিমূলক সরকার নির্বাচনের পথ করে দেবে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্সিয়াকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার মেয়াদ পূর্ণ হওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন মার্সিয়া।