প্রতিনিয়ত একের পর এক নারী ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। কিন্তু পুরুষরা কি একেবারেই বিপদমুক্ত? পুরুষের বিপদ শুনে আপনার ভ্রু কুঁচকে গেল তাই তো? সত্যি সত্যিই, প্রতি বছর কেবল ব্রিটেনে প্রায় ৭২ হাজার পুরুষও ধর্ষণের শিকার হয়ে থাকেন। অর্থাৎ দেশটিতে শতকরা ১২ ভাগ বা প্রতি দশ জনের একজন বা তারও বেশি সংখ্যক পুরুষ ধর্ষিত হন। সেকারণেই পুরুষ নির্যাতন ঠেকাতে বিভিন্ন কর্মসূচি পালন করতে চলেছে ব্রিটিশ সরকার। সম্প্রতি প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান এমন তথ্যই জানাচ্ছে। পরিসংখ্যানে বলা হয়, গত বছর ব্রিটেনের ২,১৬৮ জন পুরুষ ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ১৩ বছরের শিশু থেকে শুরু করে সব বয়সের পুরুষই রয়েছেন। পুরুষদের বিরুদ্ধে যৌন নির্যাতন ঠেকাতে ব্রিটিশ সরকার আগামী আর্থিক বছরে পাঁচ লক্ষ ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। এ অর্থ সোশ্যাল কাউন্সেলিং, পরামর্শ ও ধর্ষিত পুরুষদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা যায়।