তাদের মাঝে সম্পর্ক আদায় কাঁচকলায়। আর এই তেতো সম্পর্কের একমাত্র কারণ রণবীর কাপুর। একজন রণবীরের প্রাক্তন প্রেমিকা আর অন্যজন বর্তমান।
বলিউডের দুই সুন্দরী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের কথাই বলছি। তবে দীপিকা এবার এমন একটি কাজ করেছেন যে লজ্জা পেতে বাধ্য হবেন ক্যাট।
সম্পর্ক যেমনই থাকুক ক্যাটের ৩০ তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দীপিকা। নিজের ট্যুইটার অ্যাকউন্টে ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’র শ্যুটিংয়ের জন্য রণবীর আর দীপিকা আপাতত কোর্সিকায় রয়েছেন। আর ক্যাটরিনাও তার জন্মদিন পালন করতে উড়ে গেছেন কোর্সিকা। রণবীরকে এড়াতে কাস্ট অ্যান্ড ক্রুয়ের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দীপিকা।
তবে রণবীর কি তাকে ক্যাটের বি’ডে পার্টিতে ডাকবেন? সেটা অবশ্য তারাই জানেন। তবে দীপিকা যে তার ভদ্রতা ভোলেননি সেটা তার ট্যুইট দেখেই বোঝা যাচ্ছে।