বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন টনি ক্রুস। জার্মান এ প্লেমেকার ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিলেন। এজন্য ২৪ মিলিয়ন পাউন্ডের ঐকমত্যে পৌঁছেছে বায়ার্ন ও রিয়াল। জার্মানির ক্লাব বায়ার্নে চার মওসুম খেলেছেন ক্রুস। তবে আগামী মওসুমের পর বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ক্রুলের। তার স্পেন যাত্রাকে শুভকামনা জানিয়েছেন বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। তিনি বলেন, ‘বায়ার্নে চমৎকার সময় কাটানোর জন্য ক্রুসকে ধন্যবাদ। এখানে আমরা একাধিকবার বিজয় উল্লাস করেছি। ক্রুস ও তার পরিবারের রিয়াল যাত্রার শুভ কামনা রইল।’ ২৪ বছর বয়সী ক্রুস বায়ার্নের হয়ে জিতেছেন তিনটি বুন্দেসলিগা শিরোপা। এছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতেন বায়ার্নের হয়ে। তবে জার্মানির হয়ে ৫১ ম্যাচ খেলা ক্রুস সবচেয়ে বড় শিরোপার স্বাদ পেয়েছেন ব্রাজিল বিশ্বকাপে। জার্মানিকে ২৪ বছর পর বিশ্বকাপ জেতাতে চমৎকার ভূমিকা রাখেন ক্রুস। তিনি বিশ্বকাপে ফিফার ক্যাস্ট্রোল ইনডেক্সেও শীর্ষস্থান দখল করেন। খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪,১৫৭টি পাস দিয়েছে জার্মানি। এর মধ্যে ক্রুস একাই দিয়েছেন ৫৩৭টি পাস। তার উপরে রয়েছেন কেবল স্বদেশী ফিলিপ লাম। জার্মান অধিনায়কের পাসের সংখ্যা হচ্ছে ৫৬২টি। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও দুর্দান্ত ছিলেন ক্রুস। আর্জেন্টিনার বিপক্ষে ১১৪টি পাসের মধ্যে ৯৪টি পাসই সঠিক ছিল তার। এ প্লেমেকারকে কেনার আগ্রহ দেখিয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডও। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী রিয়াল মাদ্রিদকেই বেছে নেন টনি ক্রুস।