ব্রাজিলের স্বপ্নসারথি নেইমারের বিশ্বকাপ শেষ!
শনিবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৮৮ মিনিটে মারাত্মক
আঘাত পান তিনি। প্রতিপক্ষের খেলোয়াড় জন জুনিগার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন
নেইমার। পড়ে যাওয়া পর আর উঠে দাঁড়াতে পারেননি। বারবার কোমর চেপে ধরে তিনি
ব্যাথার কথা প্রকাশ করেন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে
নিতে হয়। ফোর্তালেজার স্থানীয় হাসপাতাতে নিয়ে পরীক্ষার পর তার কোমরের
হাড্ডিতে চিড় ধরা পড়েছে। এতে বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না তিনি।
ডাক্তার জানিয়েছেন, অপারেশন করা লাগবে না কিন্তু মাঠে নামার কোন সুযোগ
আপাতত নেই তার। এদিন কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে
স্বাগতিক ব্রাজিল। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার শেষ চারে মুখোমুখি হবে
জার্মানির। আর এদিন খেলতে পারবেন না দলীয় অধিনায়ক থিয়াগো সিলভাও।
টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে তাকে বসে থাকতে হবে।
শনিবার নেইমারকে মারাত্মক আঘাত করে ফেলে দিলেও জুনিগাকে কোন কার্ড দেখাননি
রেফারি। এদিন পুরো ম্যাচেই নেইমারের ওপর প্রতিপক্ষের ডিফেন্ডাররা ছিলেন
চড়াও। নেইমার এ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৪ গোল করেছেন।