আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে মডেল হতে যাচ্ছেন 'দাবাং গার্ল' খ্যাত বলিউড
অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তিনি এবার ভারতের বিখ্যাত র্যাপার ইয়ো
ইয়ো হানি সিংয়ের সঙ্গে একটি ইংরেজি গানের ভিডিওতে কাজ করবেন। এতে
সোনাক্ষিকে বেশ গ্ল্যামারাস রূপে দেখা যাবে।
দীর্ঘদিন ধরে
হানি সিং এই মিউজিক ভিডিওর জন্য একটি ভারতীয় আবেদনময়ী নারী সন্ধান করছিলেন। তার পছন্দের তালিকায় সোনাক্ষি ছাড়াও
প্রিয়াংকা চোপড়া, কারিনা কাপুর এবং সোনম কাপুর ছিলেন। তবে শেষ পর্যন্ত
তিনি এর জন্য সোনাক্ষিকেই বেছে নিয়েছেন।
তারই
ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভিডিওতে কাজ করার জন্য সোনাক্ষির নতুন লুকের পোস্টার প্রকাশিত হয়। পোস্টারে সোনাক্ষিকে রংচঙা
মডার্ন লুকে উপস্থাপন করা হয়েছে।
এ সম্পর্কে ২৬
বছর বয়সী সোনাক্ষি বলেন, "মিউজিক ভিডিওটিতে আমাকে আবেদনময়ী বেশে
দেখা যাবে। এর মাধ্যমে বিশ্বাবাসীর কাছে আমি ভারতীয় নারীর দৈহিক
সৌন্দর্যের বিষয়টি মেলে ধরতে চাই।"
আরো জানা যায়, এর আগে
সোনাক্ষি 'বস' সিনেমাতে 'পার্টি অল নাইট' গানে হানি সিংয়ের সঙ্গে কাজ করেছেন। সোনাক্ষি আগামী সপ্তাহে
মিউজিক ভিডিওটির শুটিং শুরু করবেন।
সুত্র: ওয়ান
ইন্ডিয়া