শনিবার
মধ্যরাতে লেখা স্ট্যাটাসে ‘হৃদয়ের ভাষা’ ছিলো এমন-- “আলহামদুলিল্লাহ এতো বছর পর সুজানা
জাফরকে পেলাম। আর ভালোবাসার মানুষটা আমাকে ফাইনালি ইয়েস বললো। ভালোবাসি অ্যান্ড ভালোবাসি, সারা জীবন তোমায়। আমি খুবই সুখী
অ্যান্ড ধন্যবাদ টু আল্লাহকে।”
স্ট্যাটাসের
নিশ্চয়তা পাওয়া যায় দুঘণ্টা পরেই। হৃদয়ের স্ট্যাটাসটি শেয়ার করতে গিয়ে সুজানা
লিখেছেন “লাভ ইউ হৃদয়
খান”।
হৃদয় গ্লিটজকে
বলেন, “সুজানা এতোদিন
বন্ধু হিসেবে দেখেছে আমাকে। এর বেশি কিছু ভাবতে চায়নি সে।”
যদিও সুজানার
প্রতি ভালো লাগাটা অনেকদিনের। বিষয়টি এতদিন একতরফা ছিলো বলেই জানালেন হৃদয়।
হৃদয় আরও
জানালেন তাদের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবে অনেক আগে থেকেই স্বীকৃত।
সুজানার প্রতি
হৃদয়ের ভালো লাগার শুরুটা হয় ২০১১ সালে, ‘আড়ালে’ গানটির মিউজিক
ভিডিও তৈরির সময় থেকে। ভিডিওটির মডেল ছিলেন সুজানা।
এরপর বেশ কয়েকটি
মিউজিক ভিডিওর মডেল হয়েছেন সুজানা। মাঝের বেশ দীর্ঘ একটা সময় বাবার
অসুস্থতার কারণে মিডিয়া থেকে দূরে ছিলেন। কাজে ফিরেছেন ইমরান ও পূজার গাওয়া মন মানে
না গানের মিউজিক ভিডিওর মাধ্যমে।
হৃদয়ের সর্বশেষ অ্যালবাম ‘ভালো লাগে না’-এর টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিওরও
মডেল হয়েছেন সুজানা।
অ্যালবামটি সুজানাকে উৎসর্গ করেছেন হৃদয়।
মিডিয়ার কাছে
প্রেমের বিষয়টি দুজনই অস্বীকার করেছিলেন এতোদিন। এর কারণ হিসেবে হৃদয় বলেন, “তার সম্মতি ছিলো না।”