১. নীতু কাপুর- রনধীর কাপুর :
বলিউডের কাপুর পরিবারের দুই ভাই, রাজ
কাপুরের সুযোগ্য সন্তান রিশি ও রনধীর কাপুরের কথা কে না জানে।
নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডকে আরো অনেকটা আগিয়ে নিতে সাহায্য করেছে এই ভাইয়েরা।
আর ছোটভাই রিশির স্ত্রী হবার সুবাদে অভিনেত্রী নিতু কাপুরকে খুব সহজেই নিজের ভাবী হিসেবে পেয়ে গেছেন রনধির কাপুর।
২. ববিতা কাপুর- রিশি কাপুর :
জোকারখ্যাত রিশি কাপুরের বড়ভাই রনধিরের স্ত্রী ববিতা কাপুর।
জন্মসূত্রে অভিনয় ক্ষমতার অধিকারী অভিনেত্রী ববিতা কাপুরেরও দেবরের সাথে খুব একটা মন্দ সম্পর্ক নেই ।
৩. কিরণ রাও- ফয়সাল :
আমির খানের সাথে কেবল একটি ছবিতেই অভিনয় করেছেন ফয়সল।
ভাইয়ের মতন অতটা জনপ্রিয়ও নন তিনি।
কিন্তু তাতে কি? ভাইয়ের
দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এর সাথে তার সম্পর্কটি নেহাত মন্দ নয়।
৪. রানী মুখার্জী- উদয় চোপড়া :
অনেক ঢাক ঢোল পেটানোর পর অবশেষে আদিত্য চোপড়ার সাথে এ বছরই নিজের সম্পর্ককে স্থায়ী করেছেন অভিনেত্রী রানী মুখার্জী।
আর স্বামীর সাথে বোনাস হিসেবে পেয়ে গেছেন ধুম সিরিজের হাস্যরসিক চরিত্র আলীখ্যাত আদিত্যর ছোট ভাই উদয়কে নিজের দেবর হিসেবে।
৫. বিদ্যা
বালান- আদিত্য
রয় কাপুর
:
বলিউডে আশিকি টু খ্যাত নায়ক আদিত্যর পরিচিতি কিছুদিন আগে হলেও বিদ্যা বালান এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে।
পরপর কয়েকবার জাতীয় পুরষ্কার জিতে নেওয়া ডার্টি পিকচারখ্যাত এই নায়িকা গত বছরই গাটছড়া বাঁধের আদিত্যর বড়ভাই ইউটিভির সিও সিদ্ধার্থ রয় কাপুরের সাথে।
তবে জনপ্রিয়তা কম বা বেশী যাই হোক না কেন, সেটা
মোটেই তাদের সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি এ কথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
৬. বিদ্যা বালান- কুনাল রয় কাপুর :
বিদ্যা বালানের কথা নতুন করে বলার কিছু নেই।
আর আদিত্যের ছোটভাই কুনাল রয় কাপুর বলিউডে নতুন হলেও ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ও নাওটাঙ্কি শালাতে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি।
সিদ্ধার্থের ছোটভাই হওয়ায় আদিত্যের সাথে সাথে কুনালেরও ভাবী হয়ে গিয়েছেন বিদ্যা বালান।
৭. মালাইকা অরোরা- সালমান খান :
দাবাং এর মুন্নীখ্যাত আইটেম গার্ল মালাইকা অরোরাকে চেনেনা এমন খুব কম মানুষই আছে।
আর ছবিটির নায়ক সালমান খান! বলিউড
খানদের মধ্যে একনামেই সবাই চেনে তাকে।
কিন্তু মজার বিষয় হল নিজের ছবির মুন্নী নামের আইটেম সংটিতে সালমান যার সাথে পা মিলিয়েছিলেন সে আর কেউ নয়।
সালমান খানের ভাবী।
শুধু সালমানই নন।
আরবাজ খানের স্ত্রী মালাইকা অভিনেতা সোহেল খানেরও ভাবী।
৮. জায়েদ খান- নাতাশা মাধবানী :
ফিরোজ খানের সুযোগ্য পুত্র একসময়ের হার্টথ্রব ফারদিন খান ক্যারিয়ার শুরুর কিছুদিন পরেই বিয়ের পিঁড়িতে বসে পড়েন ছেলেবেলার পারিবারিক বন্ধু অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশার সাথে।
অন্যদিকে ম্যা হু না খ্যাত তারকা জায়েদ খানের কাজিন ফারদিন খান।
অতএব দুই আর দুই মিলে চার।
এভাবে খুব সহজেই নাতাশা আর জায়েদ খানের মধ্যেকার দেবর-ভাবীর সম্পর্কটিকে গড়ে তোলেন ফারদিন।