ছবিটি
প্রসঙ্গে নায়ক
ইমন জানিয়েছেন,
“জানভী নতুন
হলেও নাচে
এবং অভিনয়ে
বেশ পারদর্শী,
যা নতুন
অনেকের মাঝেই
আমি পাইনি।
আমার বিশ্বাস
এই ছবিটি
দর্শকের কাছে
বেশ গ্রহণযোগ্যতা
পাবে।“ সর্বশেষ
ইমন অভিনীত
খালিদ মাহমুদ
মিঠু পরিচালিত
‘জোনাকীর আলো’
ছবিটি মুক্তি
পেয়েছে।“
অ্যাকশন,
রোম্যান্টিক ধাঁচের
‘জানে না
এ মন’
সিনেমাটি খুব
শিগ্রি মুক্তি
পাবে বলে
জানা গেছে।
ছবিটি পরিচালনা
করেছেন এম
এ রহিম।