শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

জানভীর ‘জানে না এ মন’ সিনেমাটি খুব শিগ্রি মুক্তি পাবে

নায়িকা জানভী অভিনীতজানে না মনছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়া পেয়েছে আজ সন্ধ্যায় জানভী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান সময় তিনি সিনেমাটির শুটিং এর কিছু ছবি তাঁর ফেসবুকে শেয়ার করেন ছবিতে তিনি হালের আলোচিত চিত্রনায়ক ইমনের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন
ছবিটি প্রসঙ্গে নায়ক ইমন জানিয়েছেন, “জানভী নতুন হলেও নাচে এবং অভিনয়ে বেশ পারদর্শী, যা নতুন অনেকের মাঝেই আমি পাইনি আমার বিশ্বাস এই ছবিটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবেসর্বশেষ ইমন অভিনীত খালিদ মাহমুদ মিঠু পরিচালিতজোনাকীর আলোছবিটি মুক্তি পেয়েছে
অ্যাকশন, রোম্যান্টিক ধাঁচেরজানে না মনসিনেমাটি খুব শিগ্রি মুক্তি পাবে বলে জানা গেছে ছবিটি পরিচালনা করেছেন এম রহিম