একের পর এক চমক যেন দেখিয়েই যাচ্ছেন বলিউড অভিনেত্রী
দীপিকা পাডুকোন। গত বছর পাঁচ পাঁচটি সুপারহিট ছবি উপহার দিয়ে চলতি সময়ের
সফল অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি। এ বছরের শেষের দিকেই মুক্তি পেতে
যাচ্ছে তার অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’। ফারাহ খান
পরিচালিত এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাকে। এরই মধ্যে ছবির গান ও
প্রমো প্রচার শুরু হয়েছে। শুধু তাই নয়, ছবির একটি আইটেম গানের মাধ্যমে
আবারও দর্শক হৃদয় জয় করেছেন তিনি। ‘লাভলি’ নামক এই আইটেম গানটি অল্প সময়ের
মধ্যেই টপচার্টের শীর্ষস্থান দখল করে নিয়েছে। গানটিতে শতভাগ আবেদনময়ী করে
ফারাহ উপস্থাপন করেছেন দীপিকাকে। ব্যাপক বড় আয়োজনের সেট তৈরি করে এই গানটির
শুটিং সম্পন্ন করতে পুরো ৭ দিন লেগেছে। নিজের কাছে পুরোপুরি সঠিক না হওয়া
পর্যন্ত শুটিং চালিয়ে গেছেন ফারাহ। একাধিক খোলামেলা পোশাকে এই গানে হাজির
হয়েছেন দীপিকা। গানটি গেয়েছেন সুনিধি চৌহান। সব মিলিয়ে এ গানটির মাধ্যমে
আবারও আলোচনায় এসেছেন দীপিকা। তবে তার এই চমক এখানেই হয়তো থেমে থাকছে না।
ফারাহ খান জোর গলায় বলেছেন, এ ছবিতে দীপিকা যে পারফরমেন্স দেখিয়েছেন তা
অতীতে কোন ছবিতে দেখা যায়নি। এটি তার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।
অন্যদিকে ছবি মুক্তির আগেই ‘লাভলি’ গানটি ইউটিউবে দেখেছেন রেকর্ডসংখ্যক
দর্শক। সব মিলিয়ে ছবিটি দিয়ে শাহরুখ-দীপিকা জুটি আবারও ‘ধূম মাচাবেন’ বলেই
ধারণা করা হচ্ছে। ‘লাভলি’ গানটিতে পারফরমেন্স এবং এ ছবিতে অভিনয় প্রসঙ্গে
দীপিকা বলেন, অনেক দিন পর আমি আইটেম গানে কাজ করলাম। এ গানটি দর্শক এতোটা
পছন্দ করবে ভাবিনি। আমি আবেগে আপ্লুত দর্শক রেসপন্সে। আশা করছি মুক্তি পেলে
বলিউড ইতিহাসে একটি রেকর্ডই স্থাপন করবে ‘হ্যাপি নিউ ইয়ার’।