শনিবার, জুলাই ২৬, ২০১৪

ঢাকায় আসছেন মোনালী

maxresdefault {focus_keyword} ঢাকায় আসছেন মোনালী ঠাকুর maxresdefault4 e1406363163403সোমবার সকালে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালী ঠাকুর। মূলত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির বিশেষ আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।
ঈদের আগের দিন রাতে আরটিভিতে প্রচারিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘মোনালী ঠাকুর লাইভ’। আর এই অনুষ্ঠানে সরাসরি গাইবেন মোনালী ঠাকুর। আবার ঈদের পরের দিন সকালে ভারতে ফিরে যাবেন এই শিল্পী।
ওপাড় বাংলার মেয়ে মোনালী ঠাকুর ২০০৬ সালে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। এর পরপরই বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাকে করেন। যার মধ্যে ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তোরে মারি এন্টি’ (গুন্ডে) উল্লেখযোগ্য । এছাড়াও টলিগঞ্জের ‘হান্ড্রেটপারসেন্ট লাভ’ (হান্ড্রেটপারসেন্ট লাভ), ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল রে’ (দুই পৃথিবী)সহ বেশ কিছু চলচ্চিত্রে গান গেয়েছেন। সুরের জগতের বাসিন্দা হলে অভিনয়েও নাম লেখিয়েছেন মোনালী।
‌‌‌‌‌‌‌‌‌‌‘মোনালী ঠাকুর লাইভ’ অনুষ্ঠানটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৪০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।