কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার কেরামতি না থাকলে সমুদ্র মামলার রায় বাংলাদেশের পক্ষে আসতো না। ২০০৯ এ আওয়ামীলীগ ক্ষমতায় এসে বার্মার সাথে সমুদ্র মামলায় জয়ী হয়, এইবার আবার ক্ষমতায় এসে আমরা ভারতের সাথে সমুদ্র মামলায় জয়ী হয়েছি।
১৯ জুলাই শনিবার শেরপুরের নকলা পৌরসভায় গরীব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ী,শার্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন তিনি পৌরসভা সহ তিনটি ইউনিয়নে প্রায় ৫ হাজার দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল, ১ হাজার দুঃস্থ নারীকে ১টি করে শাড়ী, ৮শ যুবককে ১টি করে শার্ট/টিশার্ট ও ৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে ১টি করে থ্রিপিস প্রদান করেন।
এসময় মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন তিনি পৌরসভা সহ তিনটি ইউনিয়নে প্রায় ৫ হাজার দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল, ১ হাজার দুঃস্থ নারীকে ১টি করে শাড়ী, ৮শ যুবককে ১টি করে শার্ট/টিশার্ট ও ৫০ জন দরিদ্র মেধাবী ছাত্রীকে ১টি করে থ্রিপিস প্রদান করেন।