২২ এপ্রিল ২০১৪
প্রকাশ্যে গুলি করে গাইবান্ধা ন্যাশনাল ব্যাংকের
সামনে থেকে টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। পুলিশ ছিনতাই করা ২ লাখ ৫ হাজার টাকার মধ্যে তাদের কাছ থেকে ১ লাখ
৬৭ হাজার ৯শ’ টাকা উদ্ধার করেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা রাজিউর রহমান বলেন, আজ ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইয়ের
সাথে জড়িত জাহান নবীকে তার নিজ বাড়ী সদর উপজেলার পাঠান ডাঙ্গা থেকে এবং
শিমুল তাড়ী গ্রাম থেকে আঙ্গুরী রানীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ের কাজে
ব্যবহৃত একটি টিভিএস মোটর সাইকেলও আটক করে পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার
দিকে গ্রামীণ ফোনের গাইবান্ধার ডিস্ট্রিবিউশন এজেন্সি সোমেসি ট্রেডার্সের
ডিস্ট্রিবিউটর সহ ২ জন গাইবান্ধা ন্যাশনাল ব্যাংকে টাকা জমা দিতে যায় । এ
সময় ওই ব্যাংকের সামনে ওৎ পেতে থাকা অস্ত্রধারী ছিনতাইকারীরা ওই দুইজনকে
গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গুলিবিদ্ধ গুরুতর আহত একজন রংপুর
মেডিকেলে চিকিৎসাধীন আছে।