‘ধুম-৩’ ছবির পর থেকে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাটরিনা কাইফ। বর্তমানে তার ও হৃতিক অভিনীত ‘ব্যাঙ ব্যাঙ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরের অন্যতম দর্শক আগ্রহের ছবি এটি। ছবিতে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছেন হৃতিক-কাটরিনা। এদিকে বর্তমানে আরও তিনটি ছবির শুটিং নিয়মিতই গভীর রাত পর্যন্ত করছেন এই অভিনেত্রী।
গত এক সপ্তাহ ধরে ‘ফিতুর’ ছবির কাজ করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এখানে প্রথমবারের মতো কাটরিনা অভিনয় করছেন ‘আশিকি-২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। এরই মধ্যে কাটরিনা-আদিত্য একাধিকবার চুমোদৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন।
শুধু পর্দাতেই নয়, এই ছবির শুটিং করতে গিয়ে অল্প সময়ের মধ্যে বাস্তবেও ভাল বন্ধু বনে গেছেন কাটরিনা-আদিত্য। জানা গেছে, বন্ধুত্বের চেয়ে খানিক বেশিই এখন ঘনিষ্ঠ তারা। শুধু তাই নয়, আদিত্যের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে রণবীর কাপুরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে তার। এই ছবির শুটিং ও আদিত্যকে ঘিরেই এখন সময় কাটছে কাটরিনার। দু’দিন আগেই মুম্বইয়ের একটি পাঁচতারকা হোটেলে খোলামেলা ডেটিংয়ে ব্যস্ত অবস্থায় তাদের আবিষ্কার করা গেলে এই সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেশি করে পাখা মেলে।
সব মিলিয়ে বেশ আলোচনায় চলে এসেছে তাদের এই সম্পর্ক। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গেছেন কাটরিনা ও আদিত্য। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন আদিত্যের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করছেন কাটরিনা। একে অপরকে উপহারও আদান প্রদান করছেন। সব মিলিয়ে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই বলা চলে। এখন দেখার বিষয় তাদের এই সম্পর্ক কতদূর ও কত সময় পর্যন্ত গড়ায়।