অনেক বিতর্ক ও বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে মুক্তির মুখ দেখল কলকাতা বাংলা ছবি ‘কসমিক সেক্স’। সোমবার ‘এ’ সার্টিফিকেট পেয়ে কলকাতার মেনকা হলে মুক্তি দেয়া হয় যৌনতায় ঠাসা বিতর্কিত এ ছবিটি।
বহুল বিতর্কিত ‘কসমিক সেক্স’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ২০১৪ সালে অনলাইনে রিলিজ করেছিলেন পরিচালক অমিতাভ চক্রবর্তী। দীর্ঘদিন পর হলেও এবার সেন্সর সার্টিফিকেট পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ছবিটি।
কলকাতার মেনকা হলে ছবির প্রিমিয়ার উপলক্ষে গতকাল উপস্থিত হয়েছিলেন ঋ সেন, অমিতাভ চক্রবর্তী, বজরঙ্গ লাল আগরওয়াল ও পুতুল মেহমুদ সহ অনেকে।
২০১২ সালে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। এই চলচ্চিত্রে যৌনতা এবং আধ্যাত্মিকতার মধ্যে এক ধরনের সংযোগের বিষয় অঙ্কন করা হয়েছে। যেখানে হিন্দু দেহতত্ত্বের প্রভাব রয়েছে যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চা হয়ে আসছে।