রবিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৪

গাঁজার চেয়েও ফেসবুককে বেশি ক্ষতিকর!

গাঁজার চেয়েও ফেসবুককে বেশি ক্ষতিকর বললেন মাইলি সাইরাসজনপ্রিয় মার্কিন পপতারকা মাইলি সাইরাস মনে করেন গাঁজা সেবনের চেয়েও ফেসবুক স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর। ২১ বছর বয়সী বিতর্কিত এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেইসবুক, ইন্সটাগ্রামের ওপর তার সমস্ত রাগ ঝাড়েন। এসময় তিনি বলেন, “কোন জিনিসটা আসলে আপনার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে জানেন? গুগলে নিজেকে খুঁজলে আর ইন্সটাগ্রাম ও ফেইসবুকে মানুষের মন্তব্য পড়লে।”
কিছুদিন আগে ইন্সটাগ্রামে গাঁজা সেবন করার সময় তোলা নিজের কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, “এই ছবি গুলো আমি দিয়েছি কারণ, আমি এমন এক পরিবেশে বড় হয়েছি, যেখানে গাঁজাকে ক্ষতিকর হিসেবে দেখা হয় না।”
সাবেক এই ডিজনি তারকা এবারের এমটিভি অ্যাওয়ার্ডসে সেরা মিউজিক ভিডিওর জন্য পুরস্কৃত হয়েছেন। অনুষ্ঠান শেষে তিনি এ-ও জানালেন, নিজেকে কখনোই মানুষের অনুসরনীয় বলে ভাবেন না তিনি।