শুক্রবার, আগস্ট ২৯, ২০১৪

যে ভাবে কমে পুরুষের পৌরুষত্ব

সন্তান ধারণ বা যৌন সমস্যা শুধুই মহিলাদের হবে এমন নই৷ পুরুষরাও এই ধরণের সমস্যায় জর্জরিত৷ স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা ও জীবনশৈলীর পরিবর্তনের কারণে পুরুষদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে৷পুরুষের পৌরুষত্ব কমে আসতে থাকে। এই সমস্ত সমস্যার এমন কিছু কারণ অনেকেই অজানা৷
গবেষণায় দেখা গিয়েছে, বন্ধ্যাত্বের জন্য প্রায় ২৫ শতাংশ ক্ষেত্রে পুরুষরা দায়ী থাকেন৷ কিন্তু, সচেতনতা ও চিকিৎসার অভাবে এর প্রতিকার করা হয় না৷ এমনই কিছু কারণ উঠে এসেছে গবেষণায়৷
স্বাস্থ্যের সঙ্গে যুক্ত এমন কিছু পরিস্থিতি রয়েছে, যা পুরুষের বীর্য কোষকে প্রভাবিত করে৷ এতে বীর্যকোষের ভেতরের কোষে সংকোচন, রক্ত সঞ্চালন কমে যাওয়া, প্রদাহ ইত্যাদি সমস্যা দেখা যায়৷ এতে বীর্যের গুণগত মানের উপরেও প্রভাব পড়ে৷ কিছু ক্ষেত্রে বীর্য কোষে ক্যানসারের কারণেও পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে৷
ডায়াবেটিসের ফলেও পুরুষের বীর্যের গুনগত মানের উপর প্রভাব পড়তে পারে৷ এতে শরীরে ইনসুলের ভারসাম্য অনিয়ন্ত্রিত হয়ে পড়ে৷ এরফলেও পুরুষের যৌনজীবনের উপর বিপরীত প্রভাব পড়তে পারে৷
অতিরিক্ত উচ্চ তাপমাত্রার ফলেও বীর্যের উৎপাদনের উপর বিরুপ প্রভাব পড়তে পারে৷ তাই যারা উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ কাজ করেন তাদের ক্ষেত্রে এটি ক্ষতিকারক হতে পারে৷
মানসিক চাপের ফলেও পুরুষরা বন্ধ্যাত্বের শিকার হয়ে থাকেন৷ মনে করা হয়, অবসাদের ফলে তার প্রভাব কেবল মানসিক পরিস্থিতির উপরেই পড়ে৷ কিন্তু এতে সারা শরীরের উপরেই খারাপ প্রভাব পড়তে পারে৷ অবসাদের কারণে সেক্স হরমোনের উৎপাদনও বন্ধ হয়ে যায় যা পৌরুষত্বকে প্রভাবিত করতে পারে৷
ব্রিটিশ মেডিকেল অ্যাসোশিয়েশনের একটি গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত ধূমপানের ফলেও পুরুষরা বন্ধ্যাত্বের শিকার হন৷ এতে বন্ধ্যাত্বের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ বেড়ে যেতে পারে৷ এছাড়াও ফার্টিলিটি অ্যান্ড স্টর্লিটি’র একটি গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ কোলের উপর ল্যাপটপ রেখে যারা কাজ করেন, তাদের বীর্যের গতি এবং ডিএনএ-এর উপর খারাপ প্রভাব পড়তে পারে৷

নিয়মিত কিছু খাদ্য খেলেই যৌনশক্তি বৃদ্ধি করা সম্ভব!

সেক্সুয়াল বিষয়টি প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। বয়সের পরিবর্তনের সাথে সাথে মানুষের যৌনশক্তিরও পরিবর্তন হয়। এটি লুকোছাপার কোনো বিষয় নয়। বয়স বাড়ার সাথে সাথে অনেকের যৌনশক্তি কমে আসে। আবার যৌবনে অনেকে নানা কারণে যৌনশক্তি হারিয়ে ফেলেন।
একারণে অনেকের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। যৌনশক্তি বৃদ্ধির জন্যে বেশি কিছু করার প্রয়োজন হয়না। ভারতের একজন বিখ্যাত সেক্সোলজিস্ট ডা. ভিজয় সিংহল বলেছেন, নিয়মিত কিছু খাদ্য খেলেই যৌনশক্তি বৃদ্ধি করা সম্ভব।
তরমুজ: তরমুজ শরীরের কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। শুধু তাই নয়। এটি রক্তের চলাচল স্বাভাবিক রাখে ও প্রচ- গরমে শরীরকে ঠান্ডা রাখে।
আখরোট: এটি মানুষের শরীরে বীর্য তৈরিতে ভূমিকা রাখে। তাছাড়া এটি নারীদের গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
স্ট্রবেরী: স্ট্রবেরীতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। এটি নারী ও পুরুষের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখে। নারীদের জন্যে এটি বেশি উপকারী।
ডার্ক চকলেট: ডার্ক চকলেট যৌনশক্তি বৃদ্ধিতে তেমন কোন ভূমিকা রাখেনা। তবে এটি মানুষের মনমরা ভাব দূর করে এবং তাকে রোমান্টিক করে তোলে।
ডিম: ডিম পুরুষদের জন্যে বেশি উপকারী। এটি পুরুষের বিশেষ অঙ্গ শক্ত করে তোলে। নারীদের জন্যেও এটি বেশ উপকারী।
কফি: কফি নারী ও পুরুষের কাম উত্তেজনা বাড়ায়। তাছাড়া এটি মানুষের মস্তিষ্কের উর্বরতা বৃদ্ধি করে।
মাছ ও মাংস: এ দুটি আমরা নিয়মিতই খেয়ে থাকি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’, জিঙ্ক, আয়রন ও প্রোটিন রয়েছে। এই উপাদানগুলো মানুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করে।
জাফরান: জাফরান মানুষের স্ট্যামিনা ও এনার্জি বাড়ায়। এটি নারী ও পুরুষকে বিশেষ মুহূর্তে সর্বোচ্চ প্রশান্তি দেয়।
জাম: জামে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। এটি মানুষের দেহে শুক্রাণুর পরিমাণ বাড়ায়। তাছাড়া এটি নারীদের গর্ভধারণ করার অক্ষমতা দূর করে।
কাজুবাদাম: কাজুবাদাম মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে এবং শরীরের রক্ত তৈরি ও প্রবাহতে সাহায্য করে। মানুষের শরীরে যথাযথ পরিমাণে রক্ত থাকলে যৌনশক্তিও বাড়ে।
মানুষের যেকোন কারণে যৌনশক্তি কমে যেতে পারে। তাছাড়া প্রাকৃতিভাবেও অনেকের যৌনশক্তি একটু কম থাকতে পারে। এসব কারণে হতাশ না হয়ে উল্লেখিত খাবারগুলো বেশি করে খেলে যেকারো যৌনশক্তি স্বাভাবিক থাকবে।

বাংলা সিনেমার আইটেম গানে আনুশকা!

এবার বাংলা সিনেমার আইটেম গানে দেখা যাবে বলিউডের আনুশকাকে। রকিবুল ইসলাম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে তাকে দেখা যাবে এ বলিউড তারকাকে।

দেহেরই ভিতরে উছলে পড়ে টানৃ চুমুকে চুমুকে করে নে পান-এমন কথার গানে গানে বাংলাদেশী চিত্রনায়ক জায়েদ খানকে আমন্ত্রন জানাবেন আনুশকা। আগামী ৫ ও ৬ই সেপ্টম্বর মুম্বাই অথবা ব্যাংককে গানটির শুটিং হবে।
অবুঝ শয়তান শিরোনামে গানের কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সংগীত পরিচালনা করছেন তানভীর তারেক।‘দেহেরই ভিতরে উছলে পড়ে টানৃ চুমুকে চুমুকে করে নে পান’ এমন কথার গানটিতে কণ্ঠ দিচ্ছেন ডলি সায়ন্তনী ও রাশেদ। গানটিতে জায়েদ ও আনুশকার সাথে আরও অংশ নিবেন মিশা সওদাগরসহ প্রায় একশ শিল্পী। ছবিটি গত ১৫ই জানুয়ারি শুটিং শুরু হয়।

আইটেম গানের শুটিং এর মাধ্যমে সকল প্রকার শুটিং শেষ হবে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, মম, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর প্রমুখ।

পুরোপুরি নগ্ন হয়ে রবফ স্নান!

এবার পুরোপুরি নগ্ন হয়ে বরফ স্নানে সোফিয়া !এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ নিনেল এবার ব্রিটিশ অভিনেত্রী ও মডেল তারকা সোফিয়া হায়েত। এর আগে্ এই চ্যালেঞ্জ গ্রহণ করে আলোচনায় উঠে আাসেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডেসহ বহু নামিদামী তারকা।
তবে পুনম পান্ডে অন্তরবাস পরে বরফ স্নান করলেও আরো এক ধাপ এগিয়ে পুরোপুরি নগ্ন হয়ে রবফ স্নান করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন ব্রিটিশ অভিনেত্রী সোফিয়া হায়েত।
এরই মধ্যে এক দফা মহড়াও দেয়া হয়ে গেছে তার। তিনি আইস বাকেট চ্যালেঞ্জ গ্রহণ করে নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে আলোচনায় উঠে এসেছেন।
ছবিতে দেখা যায়, সোফিয়া নগ্ন হয়ে স্তনের উপর হাত রেখে একটি বেঞ্চির উপর শুয়ে রয়েছেন। এর আগে অর্ধনগ্ন হয়ে বরফ স্নানের দৃশ্য ভিডিওবন্দি করে চ্যালেঞ্জ নিয়েছেন পুনম।
অভিনেত্রী পুনম জানায়, রেড এফএমের এক রেডিও জকি তাকে এই চ্যালেঞ্জ দিয়েছেন৷ এএলএস আইস বাকেট চ্যালঞ্জের নিয়ম অনুযায়ী পুনম বলিউডের তিন খানকে এই চ্যালেঞ্জের জন্য নমিনেট করেছেন৷
এবার দেখার আগামী ২৪ ঘন্টার মধ্যে শাহরুখ-আমির-সলমন এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা৷

সিগারেট কি থেকে তৈরি?

সিগারেট কি থেকে তৈরি? জানুন, আতঁকে উঠবেনক্লাস ও শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাবার পকেট কেটে শুরু করেছিলেন বন্ধুদের নিয়ে সুখ টান দেওয়া। ধূমপানের জন্য পকেট করে ফেলেছেন সদরঘাট৷ সরকার সিগারেটের দাম বাড়ালে ইচ্ছামত গালিগালাজ করেছেন। এমনকি বাবা, মা, প্রেমিকার নিষেদ সত্বেও ছাড়তে পারেননি সেই প্রথম টান প্রথম ভালবাসা সিগারেটকে।
সিগারেটের পিছনে মাসে কারো কারো হাজার হাজার অর্থব্যয় হয়৷ জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুড়ে সিগারেট তৈরি করা হয়৷ তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে।
ভিতরের উপাদান গুলির মধ্যে মূল উপাদান হিসাবে থাকে ইঁদুরের বিষ্ঠা৷ অবাক হওয়ার কিছুই নেই৷ কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে৷
যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়৷ কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত৷ নেদারল্যান্ডসের এক গবেষণাকে উদ্ধৃত করে তিনি বলেন, ওই গবেষণায় দেখা গিয়েছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত।
কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়৷ সিমন চ্যাপম্যান আরো বলেছেন, সিগারেট উৎপাদনকারী কোম্পানিগুলো কি কি উপাদান ব্যবহার করছে তা গোপন রাখায় এই বক্তব্যের বিষয়টি নিয়ে বেশি জটিলতা সৃষ্টি হয়েছে। তারা বলেন, এটা তাদের ব্যবসা এবং তারা ব্যবসার গোপন তথ্য ফাঁস করবেন না৷
তিনি বলেছেন, নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও বলা হয়েছে- শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়৷ গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে।তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাসবেস্টস এবং মৃত মাছিও থাকে৷
পৃথিবীতে এমন অনেক সম্প্রদায় আছে যারা প্রাণিভক্ষণ ধর্মের বিরোধী বলে মনে করেন৷ গোড়া ধর্মাবলম্বীরা এই খবর থেকে ধর্মচ্যূত হওয়ার সম্ভাবনাকে তুলে ধরেছেন৷ তাই এই বিষয়টি নিয়ে সমগ্র বিশ্বে তৈরি হয়েছে সংকট৷

সোমবার, আগস্ট ২৫, ২০১৪

মাথায় ঘোমটা দিয়ে চলেন প্রভা!

লক্ষ্মী মেয়ে প্রভা, চলেন মাথায় ঘোমটা দিয়েআলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন মায়ের লক্ষ্মী মেয়ে হয়ে গেছেন। মায়ের মন খুশি করার জন্য অনেক কিছু তিনি মাথা পেতে নেন। মায়ের কথা মতোই তিনি পথ চলছেন। তার মা চান তিনি সব সময় মাথায় কাপড় দিয়ে রাখুক। ধর্মীয় গাম্ভীর্য ধরেই মেয়ে চলাফেরা করুক।
মায়ের মন রক্ষার্থে প্রভাও তাই করছেন। মায়ের কথা এভাবে অক্ষরে অক্ষরে পালন করলেও তার বড় ভাবি পালন করতে রাজি নন। এই নিয়ে অবশ্য তার বাড়িতে বাড়তি ঝামেলা সৃষ্টি হচ্ছে।
হ্যা এমনই গল্প নিয়ে বাংলা ভিশনে প্রচার চলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘ঘোমটা’ নাটকে এমন চরিত্রে দেখা যাবে প্রভাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটিতে অভিনয় করে মজা পাচ্ছি। গল্প একটু ভিন্ন ধরনের। একটু ভাব-গাম্ভীর্য নিয়ে অভিনয় করতে হয়। তাই প্রচুর দর্শক সাড়া পাচ্ছি। শুধু নাটকেই নয়, বাস্তব জীবনেও প্রভা তার মায়ের লক্ষ্মী মেয়ে বলেই জানান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

শনিবার, আগস্ট ২৩, ২০১৪

বাচ্চাকাচ্চার হইচই চান দীপিকা!

ছোট পরিবার সুখী পরিবার—এই তত্ত্বে মোটেও বিশ্বাস নেই দীপিকা পাড়ুকোনের। বরং তিনি অ্যাঞ্জেলিনা জোলির মতবাদে বিশ্বাসী। ঘরভর্তি বাচ্চাকাচ্চার হইচই থাকলেই তো সুখে ভরে ওঠে সংসার! বলিউড তারকা জানিয়েছেন, তিনি এত্ত এত্ত বাচ্চাকাচ্চা চান। কিন্তু সেটা এখনই নয়।
দীপিকা বলেন, ‘বিয়ে তো অবশ্যই করব। সংসারও শুরু করব। আমি অনেক, অনেক, অনেকগুলো বাচ্চা চাই। কিন্তু এখন তো কাজ করছি।’ জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ তাঁর? দীপিকার উত্তর, ‘আগে সেই সঠিক মানুষটাকে খুঁজে বার করতে হবে। আমার বয়স মাত্র ২৮। এখন আমাকে চুটিয়ে প্রেম করার সুযোগ দেওয়া উচিত। সেই মানুষটাকে খুব ভালোভাবে জেনেশুনে তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার। যখন মনে হবে, এটাই থিতু হওয়ার সঠিক সময়, বিয়েটা করে ফেলব।’ টিএনএন।

সত্যিকারের ভালোবাসা কারে কয়?

সখী ভালোবাসা কারে কয়? জেনিফার লোপেজের প্রশ্নটা আরও সুনির্দিষ্ট, সত্যিকারের ভালোবাসা কারে কয়? কারণ এই যুগে যে ‘মিথ্যাকারে’র ভালোবাসারই কদর বেশি! সত্যিকারের ভালোবাসার সন্ধানে নামা এই সংগীত তারকা এবার আস্ত একটা বই-ই লিখে ফেলেছেন। ট্রু লাভ নামের সেই বইটির মোড়ক উন্মোচন ৪ নভেম্বর।
বইটি বের করছে পেঙ্গুইন। বিখ্যাত প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, বইটি লোপেজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উঠে আসবে। থাকবে সেই বিশেষ দুই বছরের কথা, রূপান্তরকালীন যে সময়টায় তিনি শিল্পী ও একজন মা হিসেবে জীবনের সেরা চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন। থাকবে তাঁর জীবনের সবচেয়ে বড় ভয়গুলোর কথা। থাকবে কী করে তিনি মানসিকভাবে দৃঢ়তর একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন।
মার্ক অ্যান্থনি, ক্রিস জুড, ওজানি নোয়া—তিনটা বিয়েই টেকেনি লোপেজের। হয়তো এ কারণেই এখনো খুঁজে চলেছেন সত্যিকারের ভালোবাসা! আইএএনএস।

অন্ধকার নিয়ে আলিয়ার ভয়!

কিছু ভয় এখনো কাটিয়ে উঠতে পারেননি আলিয়া ভাট। যেমন অন্ধকার নিয়ে তাঁর ভয়। এ কারণে রাতে একলা ঘুমাতে পারেন না। তাহলে কী উপায়? মনের সঙ্গে লড়াই করে আলিয়া অন্ধকার নিয়ে তাঁর এই ভয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আসলে সেই ছোট্টটি থাকার সময় তাঁর বোন দুষ্টুমি করে অন্ধকার ঘরে আটকে রাখত তাঁকে। সেই থেকে অন্ধকার নিয়ে মনের ভেতর একটা ভয় শিকড় ছড়িয়ে বসেছে। আলিয়া বলেন, ‘আমি তখন চিৎকার করে কাঁদতাম আর বলতাম আমাকে ঘরের বাইরে বের করতে। হয়তো তখন থেকেই আমার মনে ভয়টা গেঁথে গেছে।’ টিএনএন।

অজয় বলিউডের র‌্যাম্বো

যেনতেন ব্যক্তি নন, খোদ র‌্যাম্বো জানালেন, তাঁর ভারতীয় ফেবারিটের নামটি। অর্থাৎ ভারতে সিলভেস্টার স্ট্যালোনের এ সময়ের প্রিয় অভিনেতা হলেন অজয় দেবগন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ট্যালোন জানান, অজয়ের নতুন ছবি সিংহাম রিটার্নস-এর ট্রেলার দেখেছেন তিনি। তা দেখে স্ট্যালোনের র‌্যাম্বোর সময়কার কথা মনে পড়েছে। তাই তিনি এ ছবিকে বলিউডের ‘র‌্যাম্বো’ হিসেবে অ্যাখা দিয়েছেন। শুধু তা-ই নয়, অজয়কেও তিনি অভিনন্দন জানিয়েছেন। কারণ, অজয়ের ভেতরই নাকি স্ট্যালোন দেখেছেন নিজের ছায়া। বলিউড লাইফ।

গ্ল্যামারাস কারিনা!

অবশেষে মেনে নিয়েছেন কারিনা কাপুর, তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন গ্ল্যামারাস চরিত্রগুলোয়। যেখানে কারিনাকে শুধু নাচগান আর জমকালো সাজে দেখা যাবে। অ্যাকশন ছবি তাঁকে তেমন টানে না। কারিনা জানান, নাচ আর গানেই স্বাচ্ছন্দ্য তাঁর। এমনকি পর্দায় অভিনেতাদের সঙ্গে রোমান্সেও আপত্তি নেই। শুধু মারদাঙ্গা চরিত্রগুলো আপাতত এড়িয়ে যাচ্ছেন কারিনা। বললেন, ‘আমি প্রচণ্ড নারীবাদী। অ্যাকশন চরিত্র আমার জন্য নয়। লক্ষ্মী ঘরকন্না হিসেবেই আমাকে মানায় বেশ।’ তাই বাস্তব জীবনের মতো পর্দায়ও ‘রাজকন্যা’ কিংবা ‘রাজবধূ’ বেশেই বারবার ফিরে আসতে চান কারিনা কাপুর। আইএএনএস।

রণবীর–দীপিকার বিয়ে!

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করছেন! তাও নাকি এ মাসেই! তাঁরা নাকি বিয়ে করতে যাবেন চার্চে। তবে একটা কিন্তু আছে...
তাঁরা বিয়ে করছেন হোমি আদাজানিয়ার বহু প্রতীক্ষিত ছবি ফাইন্ডিং ফ্যানিতে। পোস্টারে তাঁদের সদ্য-বিবাহিত খ্রিষ্টান জুটি হিসেবে দেখা গেছে। সেখানে রণবীর বিয়ের আনন্দে ওয়াইনের গ্লাস ছুড়ে মারছেন, আর দীপিকা দাঁড়িয়ে আছেন সুন্দর একটি সাদা গাউন পরে। রণবীর-দীপিকা ছবিতে গ্যাবো-অ্যাঞ্জি। তবে বেশি দিন রণবীর সংসার করতে পারছেন না! বিয়ের কিছুদিন পরই গ্যাবোর মৃত্যু হবে। তখন স্যাবিও (অর্জুন কাপুর) এসে হাত ধরবে অ্যাঞ্জির। ২৫ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

শ্রুতি এবার আইটেম গার্ল

বাবার মতোই বহু প্রতিভাধর হয়েছেন শ্রুতি হাসান। রীতিমতো অলরাউন্ডার। এবার নিজের ‘সিভি’​তে আরও একটা ‘বিশেষণ’ যোগ হয়ে গেল শ্রুতির। বলিউডি ছবির আইটেম গার্ল হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতের এই অপ্সরাকে। সোনাক্ষী সিনহা ও অর্জুন কাপুরের নতুন ছবি তেভার­-এর আইটেম গানে কোমর দোলাবেন শ্রুতি।অর্জুনের সঙ্গে ‘মাদামিয়া’ শিরোনামের গানটিতে নাচার কথা আছে শ্রুতির। বিনোদনে ভরপুর এই গানের কোরিওগ্রাফি করা হয়েছে অনেকটা ‘মুন্নি বদনাম হুয়ি’র আদলে। এই ছবিতে সোনাক্ষীর কণ্ঠে দেওয়ার জন্য একটি গানও গেয়েছেন শ্রুতি। ২০০৩ সালের তেলেগু ছবি ওক্কাড়ুর হিন্দি রিমেক হলো তেভার। ছবিটি পরিচালনা করছেন অমিত শর্মা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। জি নিউজ।

আইটেম গার্ল হিসেবে নাচলেন নায়িকা আঁচল

গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নাচলেন নবাগত নায়িকা আঁচল। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান।

আইটেম গানে অংশ নেওয়ার প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি দর্শকেরা ভিন্নতা পাবে।’

‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে মূল নায়িকা হিসেবে কিন্তু অভিনয় করছেন আঁচল নিজেই। এতে আঁঁচলের সহশিল্পী বাপ্পি। আঁচল ও বাপ্পি প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম প্রেম পাগলামি’ ছবিতে। আবারও দুজন একসঙ্গে অভিনয় করছেন ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে।

বাংলা চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে, ‘কিস্তিমাত’ ও ‘মন জুড়ে তুই’। ছবিগুলোতে আঁচলের নায়ক হিসেবে আছেন যথাক্রমে আরেফিন শুভ ও ইমন।

‘ব্যাটসম্যানরাই বারবার ডোবাচ্ছে’

মুশফিকুর রহিমের জন্য মায়াই হয়। অধিনায়ক হয়ে কী বিপদেই না পড়েছেন! তার ওপর তাঁকে নিয়ে সংবাদ-মাধ্যমের একটা অভিযোগ, গত্বাঁধা কিছু কথার বাইরে কিছু বলতে জানেন না। কিন্তু তিনি নতুন করে আর কীইবা বলবেন। প্রতিটি ম্যাচের গল্পই যে একই রকম। ব্যর্থতার উপাখ্যান। কখনো বোলারদের, কখনো ব্যাটসম্যানদের।

অধিনায়ক হয়েছেন বলে তাঁকেই তো সবার ব্যর্থতার ফিরিস্তি নিয়ে হাজির হতে হয় সংবাদ মাধ্যমের। চোখে যা দেখা যায়, অনেক কিছু হয়তো বলাও যায় না। ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে তাঁকে নিয়ে আসতে হয় ‘খারাপ সময়ে’র কথা, অফ ফর্মের কথা। কিন্তু কালকের ম্যাচে পরাজয়ের পর সোজা-সাপ্টাই অভিযোগের আঙুল তুলেছেন ব্যাটসম্যানদের দিক, ‘ব্যাটসম্যানরাই এই হারের জন্য দায়ী। ব্যাটসম্যানরাই দলকে বারবার ডোবাচ্ছে।’

এটাও তো সেই গত্বাঁধা কথাই। অন্তত, বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে। এই ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশ কত ম্যাচ হেরেছে, সেটা বোধ হয় হিসেব কষে বের করার সময় এসে গেছে। কালকের ম্যাচটার কথাই ধরা যাক, বোলারদের তৃপ্তি দায়ক পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা যেখানে তিনশ’র কাছাকাছি না পৌঁছে ২৪৭-এই আটকে গেল, তখন সেই ম্যাচটা জয়ের কোনো তাড়নাই অনুভূত হলো না ব্যাটসম্যানদের মধ্যে!

অসহায়ভাবে একে একে তাদের আত্মসমর্পণ বড় দৃষ্টিকটু হয়েই ধরা দিল। আগের দিন ৩৬ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ যেভাবে জুটি গড়ে বাংলাদেশের রান তাড়া করেছিল, সেখান থেকেও কিছু শিখতে পারল না মুশফিকের দল!

১৩ রানে শেষ সাত উইকেটের পতন? তবে কি ব্যাটিংয়ের অ-আ-ক-খই বলে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুধু এক ম্যাচ হার বলে এমনটা বলা হচ্ছে না। বাংলাদেশ যে একের পর এক ম্যাচে এভাবে অসহায় আত্মসমর্পন করেই চলেছে!

মুশফিকও ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্পটা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন বরং অনেকটাই নরম সুরে। এই ব্যর্থতার আসলে কোনো সহানুভূতি হয় না। এটাকে ‘একটি-দুটি ম্যাচের ব্যর্থতা’ বা ‘বাজে দিন’ বলে কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। এদেশের ক্রিকেট যে আবার অন্ধকার পথেই হাঁটা শুরু করেছে, সেটা নিয়ে মুশফিকুর রহিমদের ভাবার সময় বোধহয় এসেই গেছে।

এসব নিয়ে অধিনায়ক ভাবছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তিনি এই মুহূর্তে পাখির চোখ করছেন পরের ম্যাচটিতে। পরের ম্যাচ নিয়েই তাঁর এই মুহূর্তের সব ভাবনা, পরের ম্যাচে ভালো করে প্রমাণ করতে চাই আমরা এত খারাপ দল নই।’ কিন্তু আর কত! পুরো ২০১৪ সালেও যে দল নিজেদের ‘ভালো দল’ হিসেবে তুলে ধরতে পারেনি, তারা একটি ম্যাচেই সব কিছু পাল্টে দেবে!

আইটেম গানে খোলামেলা নার্গিস

সর্বশেষ ‘কিক’ ছবিতে বলিউডে অভিনেত্রী নার্গিস ফকরিকে একটি আইটেম গানে পারফরম করতে দেখা গেছে সালমান খানের সঙ্গে। ‘মুঝে ইয়ার না মিলে তো মারজাবা’ শীর্ষক এই গানটিতে খোলামেলা হয়ে হাজির হয়েছেন তিনি। গানটির মাধ্যমে দর্শকদের যে ভালবাসা পেয়েছেন, তা কোন ছবিতে অভিনয় করেও এখন পর্যন্ত পাননি নার্গিস। ‘কিক’-এর জন্য তাকে নির্বাচন করেছেন খোদ সালমান। তাই সাল্লুর প্রতি কৃতজ্ঞতার যেন শেষ নেই নার্গিসের। এদিকে অনেকেরই হয়তো অজানা যে এই গানটির জন্য দীপিকাকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু দীপিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। গানটির এমন সফলতার পর এখন হয়তো দীপিকা আফসোসই করছেন! এদিকে নার্গিস ফকরি বর্তমানে ব্যস্ত রয়েছেন রনবীর কাপুরের বিপরীতে একটি ছবির কাজ নিয়ে। তবে নতুন খবর হচ্ছে এবার আরও একটি আইটেম গানে কাজ করার বিষয় পাকাপাকি হয়েছে তার। সাজিদ খানের নতুন একটি ছবিতে তাকে আইটেম গানে কোমর দোলাতে দেখা যাবে। শুধু তাই নয়, এই গানটিতে নিজের পোশাক পরিকল্পনাও নার্গিস নিজে করছেন। ‘কিক’-এর আইটেম গানে নার্গিসের পারফরমেন্স নজর কাড়ে সাজিদের। আর সে কারণেই তাকে নিজের ছবির আইটেম গানের জন্য ৫০ লাখ রুপির আঁকাশছোয়া সম্মানিতে চুক্তিবদ্ধ করেন এই পরিচালক। এ আইটেম গানে আগেরটির চেয়েও বেশি খোলামেলা হয়ে দর্শকদের সামনে হাজির হবেন নার্গিস। আগামী কিছুদিনের মধ্যেই গনেশের কোরিওগ্রাফিতে এর দৃশ্য ধারণের কাজ হবে। নিজের দ্বিতীয় আইটেম গানে পারফরমেন্স বিষয়ে নার্গিস ফকরি বলেন, আইটেম গার্ল হিসেবে ‘কিক’ এ কাজ করে বেশ মজা পেয়েছি। এর প্রতি আগ্রহ বেড়ে গেছে যখন দর্শকদের প্রচুর রেসপন্স পেলাম। এ কারণেই সাজিদ খান যখন প্রস্তাবটি করলেন তখন রাজি হয়ে গেলাম। এটা অনেক বড় আয়োজনের একটি আইটেম গান। আশা করছি ভালভাবে এর শুটিংটা সম্পন্ন করতে পারবো।

বৃটেনে স্কুলে ৩ বছরে ৩০০ ছাত্রী ধর্ষিত

ধর্ষণ ও শ্লীলতাহানি ক্রমেই বৃটিশ স্কুলগুলোর ক্লাসের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। গত তিন বছরে এই অপরাধের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে। ফ্রিডম অব এক্টের অধীনে পুলিশের মাধ্যমে দ্য ইন্ডিপেন্ডেন্ট  কর্তৃক এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে জানা গেছে, ২৮৬৫টি সেক্স-ক্রাইম এর অভিযোগ পুলিশের রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে, আর এই রেকর্ডের অর্ধেকেরও বেশী অভিযোগ করেছেন স্কুলের ছাত্রীরা।
রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে শ্রেণিকক্ষ এবং স্কুল কম্পাউন্ডের মধ্যে ৩২০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছর ১,০৫২ টি শ্লীলতাহানির অভিযোগ নথিভুক্ত করা হয়, যার মধ্যে ১৩৪টি ছিলো স্কুলের মধ্যেই ধর্ষণের অভিযোগ।
পরিসংখ্যানে দেখা গেছে ইউকে পুলিশ ফোর্সে রেপ এন্ড সেক্স ক্রাইম ৪৬ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ হয়ে থাকে। এর মধ্যে ৯০ শতাংশ এবিউস ভিক্টিম এবং এর অর্ধেকেরও বেশী ছাত্র ছাত্রীদের দ্বারা স্কুলের মধ্যে রিপোর্টে বলা হয়েছে।
ডিপার্টম্যান্ট অব এডুকেশন বর্তমানে এই ইস্যুতে কাজ করছে এবং সরকারের উপর এখন চাইল্ড সেফগার্ড এর রিফর্ম করার ব্যাপারে প্রেসারও রয়েছে। এদিকে হেড টিচাররা বলছেন এ অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তারা চাইল্ড প্রটেকশন এক্সপার্টের সুপারিশ করেছেন। এখন পর্যন্ত আইনগতভাবে এর কোন বাধ্যবাধকতা ও পেনাল্টির কোন বিধান নেই, যদি এটা প্রয়োগ করা হয় বা না হয়।
রিপোর্টে বলা হয়েছে, হাম্পশায়ারে স্কুল কম্পাউন্ডে ১২ বছরের এক ছাত্রীকে উলঙ্গ এবং এক ছাত্র ধর্ষণ করার পরে মিডিয়ার লাইম লাইটে এই ইস্যু চলে আসে। ক্রাউন প্রসিউকিশন সার্ভিস কেস নেয়ার পর পর্যাপ্ত এভিডেন্স না থাকায় শেষ পর্যন্ত কোন চার্জ করেননি।
তবে রিপোর্টে বলা হয়েছে, মানচেস্টারে ৫৭ বছর বয়সী রিচার্ড জোন্স নামের রিলিজিয়স টিচার স্কুলে ওয়ান-টু-ওয়ান সাক্ষাতের ভিত্তিতে একজনকে কিস করেন এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এক ছাত্রীর মা তার কম্পিউটারে এক্সপ্লিসিট ম্যাসেজ দেখে সন্দেহ বশত হেড টিচারের সাথে আলাপ করলে পুলিশী তদন্তে রিচার্ডের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ প্রমাণিত হলে ৮ বছরের জেল হয়।
এ ব্যাপারে এনএসপিসিসির ক্লেয়ার লিলি বলেন, স্কুলগুলোতে অবশ্যই চাইল্ড প্রটেকশনের পর্যাপ্ত ব্যবস্থা উপস্থিত থাকতে হবে এবং একই সাথে হেড টিচার ও অভিভাবকদের এক সাথে আগে ভাগে সজাগ থেকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, যাতে অনৈতিক অবস্থা সৃষ্টির আগেই বিহিত ব্যবস্থা গ্রহণ করা যায়। শ্যাডো হোম সেক্রেটারি ইউভেট কোপার রিপোর্ট প্রকাশের পর পরই সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন। ডিপার্টম্যান্ট অব এডুকেশনের মুখপাত্র জানিয়েছেন, স্কুলে ছেলে মেয়েদের নিরাপত্তা প্রদানের চাইতে আর কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়, ডিপার্টম্যান্ট সর্বাবস্থায় চাইল্ড সেফটি ও চাইল্ড প্রটেকশনের ব্যাপারে খুবই সচেতন এবং সেজন্য সকল ব্যবস্থাই গ্রহণ করবে।

ইমরানের দল ও সরকার সংলাপে

অবশেষে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এতে কিছুটা হলেও পাকিস্তানের অশান্ত রাজনীতিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে আজও সংলাপের প্রক্রিয়া চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই’র নেতা শাহ মেহমুদ কুরেশি। গতকাল দুই পক্ষের বৈঠকের পর তিনি বলেন, সংলাপের প্রথম দফায় পিটিআই প্রতিনিধিবর্গ ৬ দফা দাবি সংবলিত একটি সনদ সরকারের প্রতিনিধিবর্গের কাছে পেশ করেছেন। আজ উভয় পক্ষই নিজেদের আপত্তির বিষয়গুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং আমরা আগামীকাল (শনিবার) আবার বৈঠকে বসবো। এ খবর দিয়েছে অনলাইন ডন। বৈঠকটি কোথায় হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে রাজধানী ইসলামাবাদের একটি স্থানে উভয় পক্ষের প্রতিনিধিবর্গ আলোচনায় বসেছেন বলে জানা গেছে। কুরেশি, জাভেদ হাশমি, পারভেজ খাট্টাক, আসাদ উমর, আরিফ আলভি ও জাহাঙ্গীর তারীন পিটিআই’র প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে, সরকার পক্ষের প্রতিনিধিত্ব করেন পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার, আহসান ইকবাল, পারভেজ রশিদ ও ডক্টর আবদুল কাদির বেলুচ। পিটিআই’র প্রেসিডেন্ট মাখদুম জাভেদ হাশমি সরকারি প্রতিনিধিবর্গকে বলেছেন, নওয়াজ শরীফের উচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারিকে বুঝতে হলে একটি ‘পিএইচডি’ ডিগ্রি থাকা দরকার বলেও মন্তব্য করেন। গতকাল পিটিআইয়ের ৩৪ জন জাতীয় পরিষদ সদস্যের সবাই পদত্যাগ করার পর এ সংলাপ অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না এবং ক্ষমতাসীন দল ভোট-জালিয়াতির আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ পিটিআইয়ের। প্রধানমন্ত্রীর পদত্যাগ, অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নির্বাচনী সংস্কার ও নির্বাচন কমিশনে পরিবর্তন দাবি করেছে ইমরান খানের নেতৃত্বাধীন দলটি।

জয় দিয়ে শুরু করলো বায়ার্ন

জয় দিয়ে বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বায়ার্ন মিউনিখ। গতকাল লীগের প্রথম ম্যাচে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছে উলফসবার্গকে। শুক্রবার বায়ার্নের পক্ষে একটি করে গোল করেন থমাস মুলার ও আরিয়েন রোবেন। 
৩৭ মিনিটে বায়ার্নকে ১-০ গোলে এগিয়ে দেন জার্মান তারকা মুলার। নেদারল্যান্ডস তারকা রোবেনের চমৎকার পাস থেকে গোলটি করেন তিনি। আর ৪৭ মিনিটে গোল করে ২-০ এগিয়ে দেন রোবেন। ৫২ মিনিটে উলফসবার্গর পক্ষে একটি গোল পরিশোধ করেন ইভিচা ওলিচ।

যখন খেলাধুলার কথা তখন সময় দিতে হয় স্বামীর সেবায়

মহিনা সাবান নামের এক ধাত্রী জর্ডানের একটি শরণার্থী ক্যাম্পে অল্প বয়সে মেয়েরা যেন পরিবারের একজন বোঝায় পরিনত না হয় সে বিষয়ে সেখানে পরামর্শ দিচ্ছেলেন। তিনি বলছেন, আপনারা হয়তো ১৩ অথবা ১৭ বছর বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। কিন্তু রান্না থেকে শুরু করে ঘর-সংসারের অনেক কাজ তারা জানে না। যখন তাদের খেলাধুলার কথা তখন তাদের সময় দিতে হয় স্বামীর সেবায়। কিন্তু তারা তো এসবের জন্য প্রস্তুত নয়। অসেন ক্ষেত্রে এসব কারণে বিচ্ছেদ হয়ে থাকে।
 
জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় যুদ্ধের কারণে দেশছাড়া শরণার্থী মেয়ে-শিশুদের জোর করে বিয়ে দেবার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। ইউনিসেফ বলছে, জর্ডানে অবস্থিত শরণার্থী কেন্দ্রে যেসব নারীদের বিয়ের ঘটনা ঘটছে তার এক-তৃতীয়াংশই ১৮ বছরের কম বয়সী। অনেক পরিবারই সেখানে কন্যা-শিশুদের নিরাপত্তার কারণে অল্পবয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। তবে জাতিসংঘ বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়ায় বাল্যবিবাহ দেয়া হচ্ছে দারিদ্র্যের কারণে। 
জর্ডানের শরণার্থী ক্যাম্পে এক শিশুর জন্ম। তার কিশোরী মা আমলার বিয়ে হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। সিরিয়ার গৃহযুদ্ধ শুধু তাকে গৃহহীনই করেনি। ছিনিয়ে নিয়েছে তার শৈশবও। একজন ধাত্রী আমলাকে মাতৃত্ব বিষয়ে কিছু ধারণা দিচ্ছিলেন। আমলা বলছেন, এই সময় হয়তো তার স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। এক বছর আগে। চিকিৎসা কেন্দ্রের বাইরে বালি দিয়ে তৈরি বেঞ্চে বসে আছেন অনেক মহিলা। তার মধ্যে ১৬ বছরের এক শিশু বসে আছেন তার সন্তান নিয়ে। ১৫ বছর বয়সে তার বিয়ে হয়েছে। বিয়ের পর এখন সে এক কন্যা সন্তানের মা। কিন্তু সন্তানকে হারানোর আশংঙ্কায় দিন কাটছে তার। সে বলছে, যা ঘটছে তা আসলে ঠিক নয়। একটি শিশুর পক্ষে আর একটি শিশুকে বড় করে তোলা কি করে সম্ভব? এখানকার অনেক পরিবারই আর্থিক সংঙ্কটের মধ্যে আছে। আমি ডির্ভোস চাওয়ায় আমার স্বামী আমার মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না।
সিরিয়ার যুদ্ধের কারণে ঘর ছাড়া লোকদের আশ্রয় এই শরণার্থী কেন্দ্রটি। সিরিয়ার লোকজনের মাঝে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া সংস্কৃতি আগে থেকেই রয়েছে। আর এর সাথে এখন অনেকেই বলছেন, গৃহযুদ্ধের কারণে তারা মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই বাধ্য হচ্ছেন বিয়ে দিতে। ক্যাম্পের বাইরে অনেক মেয়েকেই একরকম বিক্রি করে দেয়া হয়। এখানে আশ্রয় নেয়া লোকজন বলছেন, দরিদ্র পরিবার তাদের অল্প বয়সি মেয়েদের বয়স্কদের কাছে বিয়ে দিলে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য করা হয়। যার কারণে এখানে কন্যা শিশুদের নিয়ে একরকম কেনাবেচা চলছে। আর এইসব পুরুষদের টার্গেট অল্প বয়সি মেয়েরা। 
মালিহার (ছদ্দনাম) বয়স ১৪ বছর। তার একটি পুত্র সন্তান আছে। ১৩ বছর বয়সের সময় তাকে ৫০ বছর বয়সের এক ব্যাক্তির সঙ্গে বিয়ে দেয় তার মা। এরপর যখন সে গর্ভবতী হয় লোকটি তাকে ফেলে চলে যায়। শিশু পুত্রটি নিয়ে তার এখন অনিশ্চিত ভবিষৎ। সে বলেন, একটি মেয়ের জন্য নিসন্দেহে তার খুশির দিন হচ্ছে তার বিয়ের দিন। কিন্তু আমার জীবনে সব চেয়ে কষ্টের দিন ছিল সেটি। সবাই সে দিন বলছিল, একটু হাসো। কিন্তু আমার মধ্যে সব সময় একটি ভিতি কাজ করছিল। আর এই ভয়টা শুরু হয়েছিল আমাদের বাগদানের দিন থেকে। বাবা না থাকায় তাদের পরিবারের সাতজনের থাকা- খাওয়ার দায়িত্ব নিতে হয়েছে তার বিধবা মাকে। তার মা বলেন, অভাবের কারনে বাধ্য হয়েছি আট হাজার পাউন্ডের বিনিময়ে মেয়েকে ৫০ বছরের এক ব্যাক্তির সঙ্গে বিয়ে দিতে। অন্য কোন উপায় ছিল না। তবে এভাবে আর কোন শিশুকে বলি দিতে চাইনা। এরকমই অবস্থায় ক্যাম্পের ভেতরে দেখা গেল এক শিশু কন্যার বিয়ের আয়োজন চলছে। সংঘাতের কারণে এসব বিয়েতে আয়োজন নামমাত্র। বিয়ের কনেকে দেখে মনে হচ্ছে, সে যেন খেলতে খেলতে নববধূর সাজে সেজেছে। কারণ তার যা বয়স তাতে বিয়ে ব্যাপারটার মানে তার কাছে হয়তো কোন খেলা ছাড়া কিছুই নয়।