ঐশ্বরিয়া
রায়, ক্যাটরিনা
কাইফের পর
আবার প্রেমে
পড়লেন বলিউডের
১নম্বর ব্যাচেলার
নায়ক সালমান
খান। জাতীয়
টেলিভিশনে প্রকাশ্যে
স্বীকার করলেন
নিজের প্রেমের
কথা।
এত
বছর পরে
জীবনের আসল
প্রেম খুঁজে
পেয়েছেন রূপোলী
পর্দার ‘বডিগার্ড’।
বয়স
হাফ সেঞ্চুরীর
কোঠায় পৌঁছলেও
তাঁর গার্লফ্রেন্ড
হওয়ার জন্য
বলিউডের ১নম্বর
অভিনেত্রীরাও লাইনে
দাঁড়াতে প্রস্তুত।
তাঁর আসন্ন
সিনেমা ‘কিকে’র
প্রচারে কালার্স
চ্যানেলের জনপ্রিয়
রিয়েলিটি শো
‘ঝলক দিখলা
যা -৭’
সিজনে এসে
জানালেন সালমান
তাঁর জীবনের
প্রকৃত ভালবাসা
খুঁজে পেয়েছেন
এবং তাঁর
নাম হল
পলক।
এই রিয়েলিটি
শো’টির
প্রতিযোগী পলককে
দেখে মুগ্ধ
হয়ে যান
সালমান খান।
পলককে তাঁর
অসম্ভব ভাল
লেগে গিয়েছে
এবং তিনি
পলককে নিজের
সঙ্গে নিয়ে
চলে যেতে
চান।
‘কমেডি
নাইটস উইথ
কপিলে’র
এই বিখ্যাত
চরিত্র পলক
ওরফে কিকু
শর্মা সলমনের
এই প্রস্তাবে
রাজী হয়ে
যান। এর
আগে ‘কমেডি
নাইটস উইথ
কপিল’ অনুষ্ঠানটিতে
দেখেছিলেন পলককে
এবং তার
পর থেকেই
পলকের প্রতি
নিজের ভাললাগার
অনুভূতি বুঝতে
পারেন, এমনটাই
জানান সালমান
খান!