প্রধানমন্ত্রী বলেন, ইফতারির আয়োজনে আমি গীবত গাইতে আসিনি। তবে অনেককেই দেখি ইফতারির আয়োজন করে গীবত গাইছেন। শেখ হাসিনা বলেন, দেশ এখন অনেক ভাল চলছে। দেশে আর এখন দম বন্ধ করার পরিবেশ নেই। সব মানুষ মুক্ত পরিবেশে কাজ করে জীবন-যাপন করতে পারছেন। তিনি বলেন, বর্তমানে দেশে মাথাপিছু আয় বেড়েছে, মুদ্রাস্ফীতির হারও কমেছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১১ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বুধবার দেশে ৭ হাজার ৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা দেশে এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড। তার সরকার পরীক্ষায় পাসের হার ৯৮ শতাংশে উন্নীত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিতসহ সমবায় সমিতির মাধ্যমে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ঢাকার বাইরের সাংবাদিকরাও যাতে এ সুযোগ পান সে পদক্ষেপও নেয়া হবে। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে-এর সভাপতি মন্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ এবং কুদ্দুস আফ্রাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বক্তব্য রাখেন।