ইদানিং
প্রেমের সম্পর্কে
ভাঙন আসার
ঘটনার সংখ্যাই
বেশি। খুব
হুট করেই
একপ্রকার ঠুনকো
কাঁচের মতোই
ভেঙে যায়
ভালোবাসার সম্পর্ক।
সামান্য মনোমালিন্য,
কিছুটা ভুল
বোঝাবুঝি এই
সকল কারণে
সম্পর্কে আসে
টানাপোড়ন। আর
সেখান থেকেই
নষ্ট হয়ে
যায় ভালোবাসার
মতো গভীর
সম্পর্কটি।
কিন্তু
সম্পর্ক শেষ
হয়ে যাওয়া
মানেই জীবন
শেষ হয়ে
যাওয়া নয়।
জীবনটা অনেক
মধুর। এখানে
একটি সম্পর্ক
নিয়ে ভুলের
কারণে নিজেকে
দোষারোপ করে
বসে থাকার
মতো সময়ও
কারো হাতে
নেই। কষ্ট
হলেও নিজেকে
সামলে নিতে
হবে। জীবনটাকে
নতুন করে
গড়ার চেষ্টা
করতে হবে।
ভেঙে পড়লে
চলবে না
একেবারেই। কিন্তু
কীভাবে শেখাবেন
নিজেকে আবার
ভালোবাসা?
নিজেকে
তৈরি করে
নিন নতুন
কিছুর জন্য
নিজেকে,
নিজের মনকে
তৈরি করে
নিন নতুন
আরেকটি সম্পর্কের
জন্য। নিজের
ভেতর থেকে
আত্মবিশ্বাস আনুন।
কষ্ট লাগলেও
নিজের জীবনটাকে
নতুন করে
গড়ে তোলার
জন্য নতুন
করে আর
একটিবার উঠে
দাঁড়ান। যা
চলে গেছে
তা নিয়ে
দুঃখ না
করে নিজেকে
নতুন কিছুর
জন্য তৈরি
করে নিন।
নিজের
জন্য উপযুক্ত
মানুষ খুঁজে
নিন
যাদের
জীবনে একবার
ভালোবাসার সম্পর্কে
ভাঙন আসে
তাদের পক্ষে
নতুন করে
আবার কাউকে
বিশ্বাস করা
অনেক যন্ত্রণাদায়ক।
তারা আগের
ঘটনাকে মনে
করে চিন্তা
করতে থাকেন
আবার একই
ঘটনা ঘটলে
কি হবে।
কিন্তু এটা
মনে করে
বসে থাকলে
আপনি জীবনে
এগুতে পারবেন
না। নিজের
জন্য উপযুক্ত
মানুষ খোঁজার
চেষ্টা করুন।
আগের ভুল
থেকে শিক্ষা
নিয়ে উপযুক্ত
মানুষ খুঁজুন।
নিজের
ওপর ভরসা
রাখুন
প্রেমের
সম্পর্কে ভাঙন
আসলে মানুষের
আত্মবিশ্বাস একেবারেই
কমে যায়।
মনে মনে
ভেঙে পড়েন
অনেকেই। কিন্তু
এই সময়টি
ভেঙে পড়ার
জন্য নয়।
বরং এই
সময়টি নিজের
ওপর ভরসা
রাখার সময়।
নিজের ওপর
ভরসা রাখুন।
নিজেকে সান্ত্বনা
দিন। আপনার
নিজের মধ্যে
কোনোই কমতি
নেই। যিনি
চলে গেছেন
তার সাথে
আপনার জুটি
ছিল না।
অতীতকে
বর্তমানে
আসতে দেবেন
না
অতীত
সম্পর্ককে বারবার
মনে করে
বর্তমানের সুযোগ
হাতছাড়া করবেন
না। আপনি
যার সামনে
অতীতের কথা
মনে করে
কাঁদছেন, যাকে
অতীতের ভুলের
জন্য অবহেলা
করছেন এবং
সন্দেহের দৃষ্টিতে
দেখছেন, হতে
পারে তিনিই
আপনার জন্য
সঠিক মানুষ।
আপনি অতীত
নিয়ে পরে
থাকলে বর্তমানের
সুখটুকু পাবেন
না। শুধুই
কষ্ট পেয়ে
যাবেন।
মেনে
নিতে শিখুন
মেনে
নেয়ার ক্ষমতা
অনেকের মধ্যেই
থাকে না।
মনে করেন
কেন আমার
সাথে এমনটি
হবে, সে
কেন এমন
করল, আমি
কি করেছিলাম।
এই ধরণের
চিন্তা মাথা
থেকে ঝেড়ে
ফেলুন। মেনে
নেয়ার ক্ষমতা
তৈরি করুন
নিজের মধ্যে।
ভাবুন জীবনে
চলার পথে
এমনটা হলেই
পারে, এর
থেকে হয়তো
আরও খারাপ
কিছু ঘটতে
পারতো। মেনে
নিতে শিখলে
জীবনে অনেক
দুঃখ থেকে
মুক্তি পাওয়া
সম্ভব।