বর্তমান সময়ের ব্যস্ত এবং সফল অভিনেত্রী দিপিকা পাডুকোন। একসঙ্গে পর পর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর পরিচালকদের নজর এড়ান না তিনি। কমতি নেই নামিদামি পরিচালকের সিনেমার অফার। কিন্তু খুব বেছে বেছে সিনেমা নির্বাচন করে আসছেন এই অভিনেত্রী।
দীপিকা পাডুকোন এই সফলতার জোয়ারে নাকি গা ভাসিয়ে দিয়েছেন বলে বলিউডে গুঞ্জন উঠেছে। শুধু গা ভাসানো নয়, তিনি নাকি প্রযোজক এবং পরিচালকের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়েছেন।
সম্প্রতি ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। আর এই ট্রেলারের একটি দৃশ্য ছিল নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুরের মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে। তবে দৃশ্যটির শুটিংয়ের পরে দীপিকার মনে হয়েছে, দৃশ্যটিতে সিনিয়রদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুধু ভেবেই ক্ষান্ত হন নি দীপিকা। দৃশ্যটি নতুন করে লিখিয়ে শুট করিয়েছেন।
অন্যদিকে প্রেমিক রণভীর সিংয়ের জন্মদিনের কারণে ০৯ জুলাই কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। রণভীর তখন তুরস্কে শুটিং করছেন।
এদিকে একটি বিজ্ঞাপনের কাজ বাদ দিয়ে দীপিকা সেদিন উড়াল দেন তুরস্কে। অথচ বিজ্ঞাপনের জন্য আগে থেকেই সময় দিয়েছিলেন তিনি। আর দীপিকার এ ধরণের খামখেয়ালিপনা আচরণের কারণে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে আগস্টে ইমতিয়াজ আলীর ‘তামাশা’ সিনেমার শুটিং করবেন দীপিকা। এর পরপরই সুজিত সিরকার ‘পিকু’ সিনেমার কাজ। আর তারপর ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার প্রচারণা। কাজেই বিজ্ঞাপনটির শুটিং নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দীপিকার এই ‘স্বেচ্ছাচারিতা’কে ভালো চোখে দেখছে না অনেকেই।
এ বিষয়ে দীপিকা বলেন, যেকোনো কাজে আমার ভালো লাগা থাকতেই পারে।