২৯৫ যাত্রী নিয়ে বিধ্বস্ত হলো আরেক মালয়েশিয়ান বিমান। ইউক্রেন রাশিয়া সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়া পথে বোয়িং ৭৭৭ বিমানটি বিধ্বস্ত হয়। মালয়েশিয়া এয়ারলাইন্সের মুখপাত্র একটি দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছেন। দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া হবে বলে তিনি জানান। দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স৷ তারা জানিয়েছে, আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল৷
ইউক্রেনের আকাশে থাকাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ ঘটনার পিছনে রুশ-পন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে ইউক্রেন অভ্যন্তরীণমন্ত্রক৷ তাদের দাবি, রাশিয়া সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি ধ্বংস করা হয়েছে৷ যদিও এই খবরের সত্যতা নিয়ে সংশয় রয়েছে৷
https://www.youtube.com/watch?v=V9pcY6TkvwA ( ভিডিও )