রবিবার, জুলাই ১৩, ২০১৪

শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ সালমান!

রমজানের মাসে দুই খানের পরস্পরের প্রতি ভালোবাসা দেখে মিডিয়া বিশেষ করে গোটা বলিউড বেশ চমকে উঠেছিল। এখন আবার সালমানের মুখে আবার শাহরুখ খানের প্রশংসা, তবে কি এক সময়ের দুই খুব ভালো বন্ধুর সম্পর্ক আবার ঠিক হয়ে যাওয়ার ইঙ্গিত
শাহরুখ বিগ বসের খুব ভালো সঞ্চালক হতে পারবে’, এমনটাই বললেন সালমান খান। আর হতেই পারে, দুই বন্ধু আবার ভাল সম্পর্কে চলে এলে সবাই খুশি হবে। আসন্ন বিগ বসসিজনে সালমান খান সঞ্চালক থাকবেন কি না এই নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার সঠিক উত্তর কিছুতেই দিচ্ছেন না এই সুপার স্টার। বরং বেশ অন্যভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন।
সালমান খান জানিয়েছেন,"আমি এই সিজনের শোতে উপস্থাপক থাকতেও পারি আবার নাও থাকতে পারি।"
এদিকে 'বিগ বস' সংক্রান্ত প্রশ্ন চলাকালীন সময়ে দাবাংখান জানান, যদি তিনি শোটি না করেন তাহলে শাহরুখ খান এই শোটির সব থেকে ভালো সঞ্চালক হতে পারবেন কারণ শাহরুখের চার্ম এবং সেন্স অফ হিউমার খুব কম বলিউড তারকার আছে।
প্রসঙ্গত বিগ বসশোটি ভারতের সব থেকে বিতর্কিত এবং জনপ্রিয় রিয়েলিটি শো যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেলেব্রিটি বিগ বসশোর দেশীয় একটি সংস্করণ।