বিনোদন জগৎ মানেই যেন গসিপে পরিণত হয়েছে। নায়ক-নায়িকার লুকিয়ে লুকিয়ে প্রেম, বন্ধুত্বের সম্পর্কে ফাটল, প্রতিহিংসা আরো কত কি। তবে বলিউডে সব থেকে আলোচিত ছিল দীপিকা-রণভীর বা ক্যাটরিনা-রণবীরের প্রেমকাহিনীটি। আপাতত বি টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গসিপ। কিন্তু কী-বা সেই গসিপ। চলুন জেনে যাক।
সম্প্রতি বলিউডের মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে, আরবাজ খানের স্ত্রী, সালমান খানের ভাবী মালাইকা আরোরা খান নাকি এখন ডেট করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সঙ্গে। কি অবাক হলেন তো!
সূত্রের তরফে জানানো হয়েছে, অর্জুন প্রথমে প্রেম করতেন সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে। কিন্তু পরে শোনা যায় সালমানের ভাবি মালাইকার সঙ্গে সে খুব অল্প সময়ের জন্য বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এই খবর প্রকাশ্যে আসার পর শোনা গেছে, খান পরিবারের তরফ থেকে অর্জুনকে দূরে সরে থাকতে বলা হয়েছে।
এই বিষয় অর্জুনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এই ঘটনাটা যদি সত্যি হত, তাহলে সালমান হয়তো তাকে মেরেই ফেলতেন।
শোনা যায় কোনও এক অনুষ্ঠানে অর্জুন ও তার সম্পর্কে নিয়ে কিছু কথা বলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ খ্যাত মালাইকা আরোরা খান। তবে পরে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, এটা পুরোটাই মিডিয়ার গুজব।