সোমবার, জুলাই ১৪, ২০১৪

গোল্ডন বল মেসির হাতে


ব্রাজিল বিশ্বকাপে এবারের চ্যাম্পিয়ন জার্মানি। মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুললো জার্মানরা।

পুরো টর্নামেন্টে ভাল খেলে দলকে ফাইনালে নিয়ে এলন মেসি। দলের হয়ে করেছেন ৪টি গোল। আর স্বীকৃতি হিসেবে গোল্ডন বল তার হাতে তুলে দিয়েছে ফিফা।
বিশ্বকাপের এ আসরে সাত ম্যাচ খেলে লিওনেল মেসি করেছেন ৪ গোল। আর নিজে করিয়েছেন একটি গোল।
সোমবার দিবাগত রাত ১টায় রিও ডি জেনেরিও শহরের মারাকানায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া মেসি চারবার ফিফা ব্যালনডিঅর পেয়েছে।