সোমবার, জুলাই ১৪, ২০১৪

খারাপ হয়ে যাওয়া অংশকে আনুস্কা শর্মা


'বম্বে ভেলভেট’ ছবিতে আনুস্কা শর্মা একজন জ্যাজ সিঙ্গারের চরিত্রে আভিনয় করছেন। সেই কারণেই প্রায় ৩৫ কেজি ওজনের একটি গাউন পড়েছেন তিনি। আনুস্কা শর্মার এই সবুজ সোনালী রঙের গাউনটি ডিজাইন করেছেন নিহারিকা ওয়াসিন। তিনি জানিয়েছেন, ‘এই দৃশ্যে আনুস্কা একটি ক্লাবে রয়েছেন। এটি পড়তে আনুশকার দুই ঘন্টা সময় লাগে এমনকি দুইজন অ্যাসিস্টেন্ট এটিকে বয়ে নিয়ে যেতে আনুস্কা সাহায্যও করে। তবে ভাগ্য ভালো এই গাউন পড়ে আনুশকাকে নাচতে হয়নি’।

‘দ্য ডার্টি পিকচার’ ছবির জন্য ২০১০ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান নিহারিকা। তিনি এর আগেও আনুস্কা ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতেও ড্রেস ডিজাইন করেন। তিনি জানান, ‘শুধু এটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। গোটা বছর ধরে এর প্রস্তুতি চলছিল কিন্তু এখানে ওখানে নিয়ে যাওয়ার ফলে এটি খারাপ হয়ে যায়। এর উপরের ভাগ শ্রীলঙ্কার বৃষ্টি জন্য খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাওয়া অংশকে ফের নতুন করে বানাতে হয়েছে।’ এই ছবিতে আনুস্কার জন্য মোট ১৪৪টি পোশাক ডিজাইন করেছেন নিহারিকা।