মানুষ তার ব্যক্তিগত জীবনে অনেক কিছুই করে। কিন্তু না জানার ফলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অনেকেই এড়িয়ে যান। শনিবার ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মনীষীদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রত্যেকটি মানুষের জীবনে উন্নয়ন ও আত্মতৃপ্তির জন্যে মৃত্যুর পূর্বে ২৫ টি কাজ করা উচিৎ।
১.বাড়ি থেকে দূরে অবস্থান করা: এটি মানুষকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে।-দীপথি আমারাসুরিয়া
২.মানুষকে সাহায্য করা: কাউকে সাহায্য করার জন্যে কিছু সময় ব্যয় কর। তার পরিবর্তে কিছু পাওয়ার আশা করোনা।-কেন্ট ফাং
৩.একাকিত্ব অনুভব না করা: নিজে নিজে সত্যিকারে আত্মতৃপ্ত হয়ে উঠার মাধ্যমে একাকিত্ব পরিহার করুন।- বারবারা রোজ
৪.ট্যুরিস্ট না হয়ে ভ্রমণে যাওয়া: শুধু বিরতিহীনভাবে ছবি তোলার জন্যে ভ্রমণে যেওনা। ট্যুরিস্ট না বরং ট্রাভেলার হিসেবে ভ্রমণে যাও এবং দেখ কিভাবে মানুষজন বসবাস করছে।-আর্য রাজে
৫.পরিকল্পনা ছাড়া ভ্রমণ করা: কোনো প্রকার পরিকল্পনা ও ধরাবাধা নিময় ছাড়া ভ্রমণ রোমাঞ্চকর ও আরামদায়ক হতে পারে।-জুলিয়ান কেইথ লোরেন
৬.স্কাই ডাইভিংয়ে যাওয়া: ওজনহীনতার অনুভূতি জীবনের অন্য সবকিছু থেকেই আলাদা।-সেইনাম কাপুর
৭. প্রয়োজন মেটাতে শেখা: তুমি যা আয় কর তার প্রশংসা করতে শেখ। অজ্ঞাত মণীষী
৮. সেবা খাতে কাজ কর: তুমি যদি ওয়েটার, কুরিয়ার বা দ্বাররক্ষক হিসেবে কাজ করতে না পার তাহলে কোন আশ্রয়স্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ কর। তাহলে তুমি ধৈর্য্য, নমনীয়তা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে অনেককিছু শিখতে পারবে।-ডিয়েগো নরিয়েগা মেনডোজা
৯.মানুষের সামনে কথা বলা শেখা: মানুষের সামনে কথা বলা অনেকের কাছে একটি ভয়ের কাজ বলে মনে হয়। কিন্তু এ দক্ষতা মানুষকে ভাল ক্যারিয়ার গড়ার জন্যে আত্মবিশ্বাসী করে তোলে।-মার্ক স্যাভচাক
১০.ম্যারাথোনে অংশ নেয়া: ম্যারাথোন দৌড় বা সাইক্লিংয়ের মত ইভেন্টে অংশ নিলে মানুষের মধ্যে এমন একটি চেতনা তৈরি হয় যে সে যেকোনো কিছু করতে সক্ষম।-ডেনিস ওয়াকলে
১১.জলফুসফুস বা স্কুবা ডাইভিংয়ে যাওয়া: এটি একটি নতুন পৃথিবী অনুসন্ধান করার মত।-রাজনেশ মিথারওয়াল
১২. নাচতে শেখা: অনেকে আছে যারা বিভিন্ন অনুষ্ঠানে অ্যালকোহলের সাহায্য ছাড়া নাচতে গিয়ে বিভ্রান্ত হয়। এগুলি না করে কিছু বাস্তব কৌশল শিখুন।-মীনাক্ষি মিশ্র
১৩.নেতৃত্ব দেয়া: আপনার চাকরি ছাড়ার কোন প্রয়োজন নেই। সেখানে থেকেও বিভিন্ন ধরনের আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন।-ওয়ারেন মায়ার্স
১৪. ব্যর্থতার প্রশংসা করতে শেখা: ব্যর্থতা তোমাকে নিজেকে জানতে সাহায্য করবে। তোমার কোথায় ভুল আছে এবং তোমাকে কিসে সুখ দিতে পারে তা তোমাকে জানাবে।-শিখর আরগাওয়াল
১৫.সন্তান জন্ম নিতে দেখা: সন্তান জন্ম নিতে দেখা, বিশেষ করে তোমার নিজের সন্তান, এমন কিছু যা তুমি কখনো ভুলবে না।- জ্যাক মার্টিন
১৬.প্রাণীর সাথে সম্পর্ক তৈরি করা: যার একটি পোষা প্রাণী আছে সে তার কাছ থেকে শর্তহীন ভালবাসা পায়। এটি মানুষের সামগ্রিক সুখ বৃদ্ধি করে।-সাইমন ব্রাউন
১৭.হাতির পিঠে চড়া: মহিমান্বিত পশুর পিঠে চড়ার মধ্যে অবিশ্বাস্য কিছু বিষয় আছে।-রিদওয়া মৌসা
১৮.দ্রুত গতিতে গাড়ি চালানো: অবশ্যই এলোমেলো গাড়ি চালানো উচিৎ নয়। কিন্তু আপনি যদি গাড়ি চালানোয় দক্ষ হন এবং রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে ইচ্ছামত যত দ্রুত পারেন তত দ্রুত গাড়ি চালান।-সিন্দি পার্লম্যান ফিঙ্ক
১৯.ভাল খেলোয়াড় হওয়া: আপনার যদি জীবনে ভাল খেলোয়াড় হওয়ার হন তাহলে আপনি স্বাস্থ্যবান হবেন, অনেক চ্যালেঞ্জ নিতে পারবেন এবং উদ্দেশ্য বাস্তবায়নে উদ্যোগী হবেন।-শিভা সুরি
২০.কাজ থেকে বিশ্রাম নেওয়া: পেশাগত জীবন থেকে বিশ্রাম নিন এবং ভ্রমণে উদ্যোগী হোন।-আসমিতা সিং
২১.রেডউড জঙ্গলে মেডিটেশন করুন: ক্যালিফোর্নিয়ার বিশাল এবং প্রাচীন রেডউড জঙ্গলে মেডিটেশন করুন। -ক্রিস্টল স্মার্ট
২২. স্কেটবোর্ডিং করা: পর্বতের উপর স্কেটবোর্ডিং করা একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে।-পেটি অ্যাসলি
২৩.জনশূন্য এলাকায় ক্যাম্প করা: সমাজের বাইরে যেখানে বিলাসবহুল জীবনযাপনের সুযোগ নেই সেখানে গেলে আপনি প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করতে শিখবেন।
২৪.মঞ্চে পারফর্ম করা: আপনি নাচতে না পারেন বা গাইতে না পারেন সেটি কোনো বিষয় নয়। আপনি মঞ্চে উঠে আস্ত আস্তে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করুন। এটি আপনাকে নতুনরূপে তৈরি করবে।-পৃথিকা গিলিয়ানি জেইন
২৫.ডেভিল পুলে সাঁতার কাঁটা: আপনি যদি বড় ধরনের ঝুঁকি নিতে পারেন তাহলে জাম্বিয়ার ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর অবস্থিত এই পুলে সাঁতার কেঁটে আসুন।-লিজ ডুগাস
বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সময় অভিজ্ঞতার আলোকে নানা তত্ত্ব দিয়েছেন। সেগুলো অবশ্যই মানুষের জন্যে শুভকর। প্রত্যেকেই তার নিজের মত সময় করে জীবনে একবার হলেও এগুলি করে দেখা উচিৎ।