মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০১৪

জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি


জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদআজকাল আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন৷ যার জন্য জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন রকম পদ্ধতিতে বিশ্বাসী৷ তবে মেয়েদের কাছে এই গর্ভনিরোধক পদ্ধতির মধ্যে খুব কমই জানা-শোনা রয়েছে৷জানুন জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি সম্পর্কে
কিন্তু, আপনি জানেন কি এই আধুনিক যুগে ১৭টি গর্ভনিরোধক পদ্ধতি রযেছে৷ এই পদ্ধতিগুলি গর্ভ নিরোধের পাশাপাশি আরও অনেক কিছু করার ক্ষমতা রাখে৷ তাই যদি আপনি এখনও পুরোনো পদ্ধতি ব্যবহার করছেন তাহলে এবার বদলে ফেলুন নিজেকে৷ উন্নত মানের পদ্ধতিকে ব্যবহার শুরু করুন এবং নিজেদের যৌবন উপভোগ করুন৷
নুভা রিঙ্গঅর্থো ইভ্রাএই দুই গর্ভ নিরোধক পদ্ধতি খুবই উন্নত মানের এবং খুব ভালো ফল পাওয়া যায়৷ এইনুভা রিঙ্গভ্যাজিনার ভিতরে বসানো হয়৷ এবং তিন সপ্তাহ ধরে রাখতে হয়৷ তবে এর সঙ্গে যদি গর্ভ নিরোধক বড়ি খাওয়া হয় তাহলে হয়তো কিছু শারীরিক সায়িড ইফেক্টস্ দেখা দিতে পারে৷ যদি ঠিক মত ব্যবহার করা যায় তাহলে খুব ভালো সুফল পেতে পারেন৷
শুধু একটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার৷ সেটি হল এই পদ্ধতি ব্যবহার করলে গর্ভ নিরোধক বড়ি খাওয়া যাবে না৷