শোয়ে এসে
রেখা জানান,
সলমনের বয়
যখন ছয়
সাত বছয়
বয়স তখন
থেকেই নাকি
তিনি রেখার
প্রেমে পড়েছিলেন৷
রেখান জানান, তার মনে আছে যখন তিনি মর্নিং ওয়াকে যেতেন তখন সলমন খান তাঁর পিছু নিত৷ সলমন নাকি একবার তার বাড়িতেও জানিয়েছিলেন যে তিনি রেখাকে বিয়ে করতে চান৷
রেখার এই কথা একেবারেই অস্বীকার করেননি সলমন, শুধু জানিয়েছেন, এই কারণেই নাকি তাঁর এখনও বিয়ে হল না৷ রেখাও সেই কথা শুনে বলে ওঠেন, এই কারণেই সলমন বিয়ের করেননি৷
রেখান জানান, তার মনে আছে যখন তিনি মর্নিং ওয়াকে যেতেন তখন সলমন খান তাঁর পিছু নিত৷ সলমন নাকি একবার তার বাড়িতেও জানিয়েছিলেন যে তিনি রেখাকে বিয়ে করতে চান৷
রেখার এই কথা একেবারেই অস্বীকার করেননি সলমন, শুধু জানিয়েছেন, এই কারণেই নাকি তাঁর এখনও বিয়ে হল না৷ রেখাও সেই কথা শুনে বলে ওঠেন, এই কারণেই সলমন বিয়ের করেননি৷