মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০১৪

ব্রিটেনে নিষিদ্ধ হতে চলেছে পর্ন



ব্রিটেনে নিষিদ্ধ হতে বানালে বা প্রকাশ করলে হতে পারে দু’বছরের কারাদণ্ড। সে দেশের পার্লামেন্টে দ্রুতই এই আইন পাশ হতে চলেছে। তবে প্রচলিত নীল ছবি নয়, প্রতিশোধ স্পৃহায় বানানো পর্ন ছবি। পোশাকি ভাষায় যাকে বলে রিভেঞ্জ পর্ন। নয়া আইনে বলা হবে, কারুর অনুমতি ছাড়া তাঁর নগ্ন বা আপত্তিজনক ছবি প্রকাশ্যে আনলে হতে পারে কারাদণ্ড। অনলাইন বা অফলাইনে এই ধরনের ছবির প্রচার করলেও পড়তে হবে শাস্তির মুখে।
গোটা ব্রিটেন জুড়ে এখন রিভেঞ্জ পর্নের বাড়বাড়ন্ত। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রেমিক-প্রেমিকাকে পর্যুদস্ত করতে তৈরি করা হয় এই রিভেঞ্জ পর্ন। সম্পর্কে থাকার সময় তোলা কিছু ঘনিষ্ঠ ছবি মোবাইল ফোনে বা কম্পিউটারে থাকলেই হল। কেন আমার সঙ্গে সম্পর্ক ভাঙলে? এই অভিযোগে প্রেমিক-প্রেমিকার সঙ্গে সেই ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল সাইটে। শিশুরাও বাদ যাচ্ছেন না প্রতিশোধের তালিকা থেকে। মাত্র ১১ বছরের কিশোররাও শিকার হচ্ছেন রিভেঞ্জ পর্নের। এই খবর প্রকাশ্যে আসতেই এবার আইন করে পর্ন বন্ধ করতে চলেছে সে দেশের সরকার। গত আড়াই বছরে মোট ১৪৯টি রিভেঞ্জ পর্নের অভিযোগ উঠেছে মোট আটটি পুলিশ স্টেশনে। বেশিরভাগ ক্ষেত্রেই শিকার হচ্ছেন মহিলারা।
- See more at: http://www.bd24live.com/bangla/article/7761/index.html#sthash.ruPoAEo9.dpuব্রিনিষিদ্ধ হতে চলেছে পর্ন পর্ন বানালে বা প্রকাশ করলে হতে পারে দুবছরের কারাদণ্ড সে দেশের পার্লামেন্টে দ্রুতই এই আইন পাশ হতে চলেছে তবে প্রচলিত নীল ছবি নয়, প্রতিশোধ স্পৃহায় বানানো পর্ন ছবি পোশাকি ভাষায় যাকে বলে রিভেঞ্জ পর্ন নয়া আইনে বলা হবে, কারুর অনুমতি ছাড়া তাঁর নগ্ন বা আপত্তিজনক ছবি প্রকাশ্যে আনলে হতে পারে কারাদণ্ড অনলাইন বা অফলাইনে এই ধরনের ছবির প্রচার করলেও পড়তে হবে শাস্তির মুখে
ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে পর্ন ছবিগোটা ব্রিটেন জুড়ে এখন রিভেঞ্জ পর্নের বাড়বাড়ন্ত। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রেমিক-প্রেমিকাকে পর্যুদস্ত করতে তৈরি করা হয় এই রিভেঞ্জ পর্ন। সম্পর্কে থাকার সময় তোলা কিছু ঘনিষ্ঠ ছবি মোবাইল ফোনে বা কম্পিউটারে থাকলেই হল। কেন আমার সঙ্গে সম্পর্ক ভাঙলে? এই অভিযোগে প্রেমিক-প্রেমিকার সঙ্গে সেই ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল সাইটে। শিশুরাও বাদ যাচ্ছেন না প্রতিশোধের তালিকা থেকে। মাত্র ১১ বছরের কিশোররাও শিকার হচ্ছেন রিভেঞ্জ পর্নের। এই খবর প্রকাশ্যে আসতেই এবার আইন করে পর্ন বন্ধ করতে চলেছে সে দেশের সরকার। গত আড়াই বছরে মোট ১৪৯টি রিভেঞ্জ পর্নের অভিযোগ উঠেছে মোট আটটি পুলিশ স্টেশনে। বেশিরভাগ ক্ষেত্রেই শিকার হচ্ছেন মহিলারা