শনিবার, জুলাই ১৯, ২০১৪

সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সফরকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদের বাংলাদেশ সফরে আনন্দিত যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। আঞ্চলিক সম্পর্ক সুদৃঢ়করণে ভারতের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র মনে করে, এ অঞ্চলে নয়াদিল্লির একটি ভূমিকা রয়েছে। গত বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, গত জুনে বিদেশে প্রথম কোন রাষ্ট্রীয় সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে যাওয়ায় আমরা আনন্দিত। তিনি বলেন, সার্ককে আরও শক্তিশালী করতে ভারতের নতুন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। নিশা দেশাই বিসওয়াল আরও বলেন, শপথ অনুষ্ঠানে সার্ক নেতৃবৃন্দকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ‘ভারতের নিকটতম প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সম্পর্ক মজবুত করার ব্যাপারে তার দৃঢ় অঙ্গীকারে’র বিষয়টি প্রমাণ করেছিল।