দীপিকা বলেন, ‘বিয়ে তো অবশ্যই করব। সংসারও শুরু করব। আমি অনেক, অনেক, অনেকগুলো বাচ্চা চাই। কিন্তু এখন তো কাজ করছি।’ জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ তাঁর? দীপিকার উত্তর, ‘আগে সেই সঠিক মানুষটাকে খুঁজে বার করতে হবে। আমার বয়স মাত্র ২৮। এখন আমাকে চুটিয়ে প্রেম করার সুযোগ দেওয়া উচিত। সেই মানুষটাকে খুব ভালোভাবে জেনেশুনে তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার। যখন মনে হবে, এটাই থিতু হওয়ার সঠিক সময়, বিয়েটা করে ফেলব।’ টিএনএন।