মায়ের মন রক্ষার্থে প্রভাও তাই করছেন। মায়ের কথা এভাবে অক্ষরে অক্ষরে পালন করলেও তার বড় ভাবি পালন করতে রাজি নন। এই নিয়ে অবশ্য তার বাড়িতে বাড়তি ঝামেলা সৃষ্টি হচ্ছে।
হ্যা এমনই গল্প নিয়ে বাংলা ভিশনে প্রচার চলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘ঘোমটা’ নাটকে এমন চরিত্রে দেখা যাবে প্রভাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটিতে অভিনয় করে মজা পাচ্ছি। গল্প একটু ভিন্ন ধরনের। একটু ভাব-গাম্ভীর্য নিয়ে অভিনয় করতে হয়। তাই প্রচুর দর্শক সাড়া পাচ্ছি। শুধু নাটকেই নয়, বাস্তব জীবনেও প্রভা তার মায়ের লক্ষ্মী মেয়ে বলেই জানান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।