দেহেরই ভিতরে উছলে পড়ে টানৃ চুমুকে চুমুকে করে নে পান-এমন কথার গানে গানে বাংলাদেশী চিত্রনায়ক জায়েদ খানকে আমন্ত্রন জানাবেন আনুশকা। আগামী ৫ ও ৬ই সেপ্টম্বর মুম্বাই অথবা ব্যাংককে গানটির শুটিং হবে।
অবুঝ শয়তান শিরোনামে গানের কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সংগীত পরিচালনা করছেন তানভীর তারেক।‘দেহেরই ভিতরে উছলে পড়ে টানৃ চুমুকে চুমুকে করে নে পান’ এমন কথার গানটিতে কণ্ঠ দিচ্ছেন ডলি সায়ন্তনী ও রাশেদ। গানটিতে জায়েদ ও আনুশকার সাথে আরও অংশ নিবেন মিশা সওদাগরসহ প্রায় একশ শিল্পী। ছবিটি গত ১৫ই জানুয়ারি শুটিং শুরু হয়।
আইটেম গানের শুটিং এর মাধ্যমে সকল প্রকার শুটিং শেষ হবে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, মম, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর প্রমুখ।
আইটেম গানের শুটিং এর মাধ্যমে সকল প্রকার শুটিং শেষ হবে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, মম, আনিসুর রহমান মিলন, মিশা সওদাগর প্রমুখ।