হলিউডের অনেক
চলচ্চিত্র নির্মাতাই
অভিনয়ের পূর্বশর্ত
হিসেবে অভিনেতা-অভিনেত্রীদের লাইফস্টাইল,
মাদকগ্রহণ বিভিন্ন
বিষয় চুক্তির
অন্তর্ভুক্ত করেন।
ভারতীয় বংশোদ্ভূত
কানাডিয়ান পর্নো
তারকা সানি
লিওন বলিউডের
চলচ্চিত্রে অভিনয়
করতে এসে
চুক্তিতে সে
ধরনের বিষয়
অন্তর্ভুক্ত করেছিলেন। তার
শর্ত ছিল,
ছবিতে চুক্তিবদ্ধ
হওয়ার আগে
সহ-অভিনেতাদের
এইচআইভি টেস্টের
রিপোর্ট জমা
দিতে হবে।
ভারতীয়দের জন্য
বিষয়টি বেশ
নতুনই।
তবে সানির
কোনো সহকর্মী
এ ধরনের
রিপোর্ট দিতে
অস্বীকার করেছেন
কিনা বা
রিপোর্ট না
দেওয়ার পরও
কারও সঙ্গে
তিনি অভিনয়
করেছেন কিনা
তা জানা
যায় নি।
ভারতীয় চলচ্চিত্রে নবাগত এই তারকার শর্তকে অনেক প্রতিষ্ঠিত অভিনেতা মেনে নাও নিতে পারেন। সেক্ষেত্রে ঝামেলা করলে হয়ত চলচ্চিত্রটি থেকে সানিকেই বাদ দিতে পারেন নির্মাতা। বিষয়টিও মাথায় রেখেছেন সানি। তাই প্রতিষ্ঠিত অভিনেতাদের ক্ষেত্রে এ শর্ত শিথিল রেখেছেন তিনি। কিন্তু অখ্যাত অভিনেতাদের এটা মানতেই হবে।
এই তথ্য অবশ্য অস্বীকার করেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। এ ধরনের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ভারতীয় চলচ্চিত্রে নবাগত এই তারকার শর্তকে অনেক প্রতিষ্ঠিত অভিনেতা মেনে নাও নিতে পারেন। সেক্ষেত্রে ঝামেলা করলে হয়ত চলচ্চিত্রটি থেকে সানিকেই বাদ দিতে পারেন নির্মাতা। বিষয়টিও মাথায় রেখেছেন সানি। তাই প্রতিষ্ঠিত অভিনেতাদের ক্ষেত্রে এ শর্ত শিথিল রেখেছেন তিনি। কিন্তু অখ্যাত অভিনেতাদের এটা মানতেই হবে।
এই তথ্য অবশ্য অস্বীকার করেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। এ ধরনের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।