সম্প্রতি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে সাহারা অভিনীত ঢাকা টু বোম্বে ছবিটি মুক্তি পায়। সে সময় ছবির প্রচারে এগিয়ে আসতে দেখা যায়নি তাকে। হঠাৎ করে সাহারার কেন এই লুকোচুরি তা সবার কাছে রহস্যজনকই রয়ে গেছে। সাহারার এক সময়ের ঘনিষ্ঠজনরাও এ ব্যাপারে অবগত নন।
তবে চারদিকে জোর গুঞ্জন, সাহারা গোপনে বিয়ে করেছেন এবং মা হতে চলেছেন। মূলত এ কারণেই তাকে গত ৬ মাসেও জনসম্মুখে দেখা যায়নি। তবে সাহারার পক্ষ থেকে বিষয়টি বারবার অস্বীকার করা হয়েছে।
এদিকে অনেক আগে এফআই মানিকের বিয়ে আমি করবো ছবিতে অভিনয় শুরু করেছিলেন সাহারা।
কিন্তু এর কাজ এখনো শেষ হয়নি। তাই শাকিব-সাহারা জুটি অভিনীত এ ছবিটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ২০০৪ সালে রুখে দাঁড়াও ছবির মাধ্যমে সাহারার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। এ পর্যন্ত অর্ধশতকেরও বেশি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন সাহারা