আসলে সেই ছোট্টটি থাকার সময় তাঁর বোন দুষ্টুমি করে অন্ধকার ঘরে আটকে রাখত তাঁকে। সেই থেকে অন্ধকার নিয়ে মনের ভেতর একটা ভয় শিকড় ছড়িয়ে বসেছে। আলিয়া বলেন, ‘আমি তখন চিৎকার করে কাঁদতাম আর বলতাম আমাকে ঘরের বাইরে বের করতে। হয়তো তখন থেকেই আমার মনে ভয়টা গেঁথে গেছে।’ টিএনএন।