ভবিষ্যতে যৌনসুখ পেতে ব্যবহার
করা যাবে রোবটকে। এমনটাই মনে করছেন মার্কিন রোবোটিক্স বিজ্ঞানী প্রফেসর
রডনি ব্র'কস। তার বক্তব্য ,এটা ভেবে নেওয়ার কারণ নেই যে যন্ত্রের দ্বারা
কোনও যৌনসুখ পাওয়া সম্ভব হবে না।
মার্কিন কোম্পানী আই রোবোটের প্রাক্তন প্রধান টেকনিক্যাল অফিসার ব্র'কসকে উদ্ধৃত করে এক সংবাদপত্র জানাচ্ছে, আমাদের কাছে বর্তমানে যা টেকনোলোজি আছে প্রত্যেকটিতেই সেক্সুয়াল ড্রাইভার আছে। তাই এক সময় সেক্সবোট আবিস্কার করাও সম্ভব হবে।
তবে, এখন এরকম কোনও রোবট আবিস্কার করা সম্ভব হয়নি। এর সঙ্গে তিনি এও বলেছেন,এই ধরনের সেক্সবোট তৈরি করতে বেশ কিছু সময় লগবে। তিনি বলেন, আগামীতে এমন দিনও আসতে পারে যখন হয়তো মানুষ এবং রোবটের বিবাহ হবে।
মার্কিন কোম্পানী আই রোবোটের প্রাক্তন প্রধান টেকনিক্যাল অফিসার ব্র'কসকে উদ্ধৃত করে এক সংবাদপত্র জানাচ্ছে, আমাদের কাছে বর্তমানে যা টেকনোলোজি আছে প্রত্যেকটিতেই সেক্সুয়াল ড্রাইভার আছে। তাই এক সময় সেক্সবোট আবিস্কার করাও সম্ভব হবে।
তবে, এখন এরকম কোনও রোবট আবিস্কার করা সম্ভব হয়নি। এর সঙ্গে তিনি এও বলেছেন,এই ধরনের সেক্সবোট তৈরি করতে বেশ কিছু সময় লগবে। তিনি বলেন, আগামীতে এমন দিনও আসতে পারে যখন হয়তো মানুষ এবং রোবটের বিবাহ হবে।