মঙ্গলবার, জুন ২৪, ২০১৪

প্রভার জালায় অতিষ্ঠ তার গ্রামের লোকজন

ইদানীং গ্রামে-গঞ্জে হল্লাবাজি শুরু করেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার দাপটে অনেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গ্রামের মানুষ তাকে নিয়ে ব্যাপক চিন্তিত। গ্রামবাসী তার কাছ থেকে মুক্তি পেতে চান। কিন্তু কিছুতেই তার অত্যাচার থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। প্রভা তার মতো করে চলবেনই।
প্রিয় পাঠক, মানুষকে জ্বালাতে কোনো গ্রামে গিয়ে হাজির হননি প্রভা। মাসুম রেজার রচনায় ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হল্লাবাজি’তে এমনই চরিত্রে তাকে দেখা যাবে। গ্রামের দুই পরিবারের মধ্যে সম্পর্কের টানাপড়েনের গল্পই এ নাটকের মূল উপজীব্য।